সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন আছেন ধর্মেন্দ্র, তা নিয়ে অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। সোমবার সকালে উদ্বেগ দূর করলেন ধর্মেন্দ্র ঘরনি হেমা। স্বামীর শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন তিনি।
সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় হেমাকে। পরনে গোলাপি এবং সাদা ফুলছাপ সালোয়ার। পাপ্পারাজ্জিদের কাছে মিষ্টি হাসিমুখে ধরা দেন 'ড্রিমগার্ল'। তাঁকে প্রশ্ন করা হয় কেমন আছেন ধর্মেন্দ্র? তিনি বলেন, ভালোই আছে অভিনেতা। উত্তর দিয়ে সকলকে প্রণাম জানিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যান হেমা।
বলিউড মাধ্যম সূত্রে খবর, “শ্বাসকষ্টজনিত কারণেই শুক্রবার হাসপাতালে ভর্তি হতে হয় ধর্মেন্দ্রকে। আইসিইউতে রয়েছেন প্রবীণ অভিনেতা।” যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি, তবে তাঁর আইসিইউতে থাকার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। যদিও বলিউড মাধ্যমের কাছে এক হাসপাতাল কর্মী জানান, “শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রাতে ভালোই ঘুমোন। ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ নেই। রক্তচাপ এবং হৃদস্পন্দন স্বাভাবিক। প্রস্রাবের পরিমাণও যথাযথ।” তবে বলিপাড়ায় কানাঘুষো, দিনকয়েক ধরেই নাকি ধর্মেন্দ্রর শরীর ভালো যাচ্ছে না।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ে চোখে ব্যান্ডেজ নিয়ে প্রবীণ অভিনেতার হাসপাতাল থেকে বেরনোর ভিডিও ভাইরাল হয়। তবে বার্ধক্য এলেও তার ভারে যে তিনি নুইয়ে পড়েননি, সেকথা সেসময়েই পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়েছিলেন। সাফ বলেছিলেন, “আমি এখনও শক্ত। এখনও ধর্মেন্দ্রর সেই ‘দম’ রয়েছে। আমার দর্শক-অনুরাগীদের জন্য নিজেকে আজও ধরে রেখেছি।” ডিসেম্বর মাসের ৮ তারিখ নব্বইয়ে পা রাখবেন ধর্মেন্দ্র। তার প্রাক্কালেই প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার আপডেট পেয়ে যেন কিছুটা স্বস্তিতে অনুরাগীরা।
