সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্মি কেরিয়ারের সবথেকে 'দামি চেক' ব্যাগে পুরলেন রণবীর কাপুর। ৩ জুলাই, গত লক্ষ্মীবারেই 'রামায়ণ'-এর ঝলক দেখিয়ে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা। তাঁকে রঘুনন্দনের ভূমিকায় দেখে সিনেবিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী, বিশ্বসিনেমার মানচিত্রে নীতেশ তিওয়ারির 'রামায়ণ' ভারতীয় বিনোদুনিয়ার নামে নতুন মাইলফলক গড়তে চলেছে। বলিউড-দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির কাস্টিংয়ের মিশেলে এই পিরিয়ড ড্রামার মেগাবাজেট ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই 'রাম' রণবীর কাপুর কিংবা 'রাবণ' যশ, 'সীতা' সাই পল্লবীর পারিশ্রমিক নিয়ে বিনোদুনিয়ায় কৌতূহলের অন্ত নেই।
বলিউড মাধ্যম সূত্রে খবর, রণবীর কাপুর নাকি বর্তমানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে 'দামি সুপারস্টার'। অ্যানিম্যাল সিনেমার পর থেকেই নাকি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন তিনি। উপরন্তু এবার একেবারে বিপরীতধর্মী এক ভূমিকায় অভিনয় করছেন। আর পর্দায় 'রাম' হওয়া মানেই চ্যালেঞ্জিং! কারণ তার সঙ্গে বিতর্ক-সমালোচনাও যে কপালে জুটবে, সেটা বলাই বাহুল্য। এবার জানা গেল, 'রামায়ণ'-এর দুই পর্বের জন্য রণবীর কাপুর যে মেগাবাজেট পারিশ্রমিক হাঁকিয়েছেন, সেটা দিয়ে রীতিমতো দুটো বলিউড সিনেমার শুটিং হয়ে যাবে। উপরন্তু 'রামায়ণ: পার্ট ওয়ান'-এর বাজেটও ডাকসাইটে। সূত্রের খবর, ১৬০০ কোটি বাজেটে নাকি তৈরি হচ্ছে এই ছবি। এহেন বড় অঙ্কের সিনেমায় অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক হাঁকালেন রণবীর কাপুর?
বলিউড মাধ্যম সূত্রে খবর, 'রামায়ণ'-এর প্রথম ও দ্বিতীয় পর্বে অভিনয় করার জন্য নাকি ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন রণবীর কাপুর। সিনেবিশেষজ্ঞ মহলে কানাঘুষো, প্রথম পর্বের জন্য ৭০ থেকে ৭৫ কোটি পারিশ্রমিক নিচ্ছেন সুপারস্টার কাপুরনন্দন। আর বাকি অঙ্ক দ্বিতীয় পর্বের জন্য বরাদ্দ। উল্লেখ্য, এই ছবির উন্মাদনার কথা মাথায় রেখে গত বৃহস্পতিবার ন'টি শহরে টিজার মুক্তির আয়োজন করা হয়েছিল। সেই তালিকায় কলকাতাও রয়েছে। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও দেখানো হয়েছে 'রামায়ণ: পার্ট ওয়ান'-এর ঝলক। আন্তর্জাতিক বক্স অফিসেও যে নীতেশ তিওয়ারি পরিচালিত তথা রণবীর অভিনীত এই 'রামায়ণ: পার্ট ওয়ান' বড়সড় ছাপ ফেলবে, তেমনটাই মত সিনেবিশেষজ্ঞদের। উপরন্তু এই সিনেমার বড় চমক মিউজিক। কারণ এই ছবির মিউজিকের জন্য জুটি বেঁধেছেন এআর রহমান এবং হনস জিমার। প্রথম পর্ব মুক্তি পাচ্ছে ২০২৬ সালের দীপাবলিতে। আর দ্বিতীয়টি ২০২৭ সালে। অতঃপর রণবীর কাপুরের একটা বড় শিডিউল এই সিনেমার জন্য রাখতে হয়েছে। তাই তিনি যে একটা বড় অঙ্কের পারিশ্রমিক হাঁকাবেন, সেটাই স্বাভাবিক।
