shono
Advertisement
Dharmendra

বিছানায় অসুস্থ ধর্মেন্দ্র, পাশে দাঁড়িয়ে কাঁদছে পরিবার, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস করে গ্রেপ্তার হাসপাতাল কর্মী

নেটপাড়ায় জুড়ে ভিডিও নিয়ে রীতিমতো শুরু হয়েছে চর্চা।
Published By: Arani BhattacharyaPosted: 10:44 AM Nov 14, 2025Updated: 10:46 AM Nov 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত প্রায় এক সপ্তাহ ধরে উদ্বেগের দিন কাটাছে মায়ানগরীতে। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই দুশ্চিন্তায় রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। একইসঙ্গে দুশ্চিন্তায় বিনিদ্র রাত কাটাচ্ছে বলিউডও। হাসপাতালে ভর্তির পর ছড়িয়ে পড়ে ভুয়ো মৃত্যুসংবাদ। যা বন্ধ হয় হেমা মালিনী ও মেয়ে এষা দেওলের পোস্টের পর। আর এসবের মধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয় ধর্মেন্দ্রর একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন তিনি। আর এই ভিডিও জুড়ে নেটপাড়ায় শুরু হয় রীতিমতো চর্চা।

Advertisement

ওই ভিডিওতে এছাড়াও দেখা যায়, দেওল পরিবারের সকল সদস্যকে। দেখা যায় অসুস্থ বাবার পাশে দাঁড়িয়ে রয়েছেন ববি দেওল ও সানি দেওল। সঙ্গে রয়েছে সানির দুই পুত্র করণ দেওল ও রাজবীর দেওল। সঙ্গে ছিলেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর। সকলেরই যে বেশ মন খারাপ তা ভালই বোঝা যাচ্ছে ওই ভিডিও দেখে। দেওল পরিবারের একান্ত ব্যক্তিগত এই পারিবারিক মুহূর্ত লুকিয়ে ক্যামেরাবন্দি করেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের কর্মচারী। শুধু তাই নয়, তা ছড়িয়ে দেন নেটপাড়াতেও। এরপরই আইনি পদক্ষেপ নেয় মুম্বই পুলিশ। গোপনে এমন ভিডিও করার জন্য ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার সকালেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বলিউডের ‘হিম্যান’ বাড়ি ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর পরিবার থেকে অনুরাগী মহল। শুধু তাই নয়, ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি থাকাকালীন সেখানে হঠাৎই ভিড় জমিয়েছিলেন আমজনতা থেকে পাপারাজ্জি সকলেই। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। এবার বুধবার তিনি বাড়ি ফেরার পরেই বাড়ির বাইরে ছবিশিকারিদের এমন জটলা দেখে রীতিমতো চটলেন সানি দেওল। বাড়ির বাইরে পা রাখতেই দেখেন একদল ছবিশিকারির ভিড়। আর তা দেখে ক্ষুব্ধ সানি বলে ওঠেন, “আপনাদের লজ্জা করে না? আপনাদের পরিবারে সদস্যরা নেই? নির্লজ্জের মতো ছবি তুলে যাচ্ছেন? আপনাদের লজ্জা হওয়া উচিত।” সানির এই ভিডিওটিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেটপাড়ায় ভাইরাল হয় ধর্মেন্দ্রর একটি ভিডিও।
  • যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন তিনি।
  • আর এই ভিডিও জুড়ে নেটপাড়ায় শুরু হয় রীতিমতো চর্চা।
Advertisement