সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড ছেড়েছেন আগেই। মুম্বই থেকে চলে গিয়েছেন কেরলে। পরিচালক অনুরাগ কাশ্যপের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় হয়েছে বলিউড। এই সিদ্ধান্তের জেরে নিন্দুকদের তোপের মুখেও পড়তে হয়েছে পরিচালককে। এবার সব সমালোচনার জবাব দিতে মুখ খুললেন অনুরাগ। নিজের সোশাল মিডিয়ায় পরিচালকের বিস্ফোরক দাবি, 'হাতে অঢেল কাজ, আমি শাহরুখের থেকেও বেশি ব্যস্ত।'
সম্প্রতি, নিজের এক্স হ্যান্ডেলে সমস্ত সমালোচনাকে একহাত নিয়ে লম্বা পোস্ট করেছেন 'দ্য গ্যাংস অফ ওয়াসিপুর'-এর পরিচালক। তিনি লিখেছেন, 'আমি শহর ছেড়েছি ঠিকই, কিন্তু ছবি বানানো ছাড়িনি। যাঁরা ভাবছেন আমি হতাশ হয়ে সব কিছু ছেড়ে চলে গিয়েছি, তাদের অবগত করাই, আমি এখানেই আছি এবং এই মুহূর্তে আমি শাহরুখ খানের থেকেও বেশি ব্যস্ত।' এর পাশাপাশি পরিচালকের দাবি, '২০২৮ পর্যন্ত আমার একটি ডেটও খালি নেই। ২০২৫-এ আমার হাতে পাঁচটা ছবির কাজ রয়েছে, যার মধ্যে তিনটে হয়তো এই বছর মুক্তি পাবে আর দুটি সামনের বছর। হাতে রয়েছে অঢেল কাজ। প্রত্যেকদিন অন্তত তিনটে করে ছবির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। কাজেই যাঁরা আমাকে নিয়ে গুজব রটাচ্ছেন, তাঁদের বলব নিজের কাজে মন দিন!'
তাঁর এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অনুরাগ নিজেই বলিউড ছাড়ার কথা জানিয়েছিলেন। শুধু তাই নয়, তাঁর দাবি ছিল 'এই ইন্ডাস্ট্রিতে সবাই এখন কোটি কোটি টাকার লক্ষ্যে দৌড়চ্ছে, সৃজনশীলতা হারিয়ে গিয়েছে।' এর পাশাপাশি সম্প্রতি সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিচালক। অনন্ত মহাদেবনের আগামী ছবি ‘ফুলে’ সেন্সরের কোপে পড়ার পর অনন্তের পক্ষ নিয়ে সরব হয়েছেন অনুরাগ। এমনকী 'পুরো সিনেমা সিস্টেমটাই কারচুপির শিকার' বলেও মন্তব্য করেছেন 'দ্য লাঞ্চবক্স', 'বম্বে টকিজ'-এর পরিচালক।
