shono
Advertisement
Ibrahim Ali khan

সইফপুত্রের মুখে 'জয় শ্রীরাম', ভিক্ষুক টাকা চাইতেই ইব্রাহিম বললেন, 'বাবাকে ফোন করুন'

ভাইরাল সইফপুত্রর ভিডিও।
Published By: Sandipta BhanjaPosted: 01:44 PM Dec 21, 2024Updated: 03:49 PM Dec 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবাব পরিবারের সন্তানের মুখে 'জয় শ্রীরাম' ধ্বনি। ইব্রাহিম আলি খানকে (Ibrahim Ali khan) সম্প্রতি কয়েক জন ভিক্ষুক ঘিরে ধরে টাকার আবদার করেন। সেখানেই ঘটে এক মজার কাণ্ড। পাপারাজ্জিদের দৌলতে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল।

Advertisement

দিদি সারা আলি খান সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী। তবে মন্দিরে গিয়ে বা পুজো করে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। তবে ভাই ইব্রাহিম আলি খান উৎসব-অনুষ্ঠান থেকে দূরেই থাকেন। লাইমলাইট তাঁর নাপসন্দ! এদিকে পতৌদি পরিবারের সন্তান হওয়ায় বরাবরই পাপারাজ্জিদের নজরদারি থাকে তাঁর উপর। সেই সুবাদেই একাধিকবার ইব্রাহিমের নানা কর্মকাণ্ড লেন্সবন্দি হয়ে ভাইরাল। সম্প্রতি সেরকমই এক ঘটনা ঘটে। কয়েকজন ভিক্ষুক তাঁর গাড়ির পিছনে ছুটতে শুরু করেন। দেখে গাড়ি দাঁড় করান সইফপুত্র। এর পরই টাকা চান তাঁরা। ফিরিয়ে দেননি ইব্রাহিম। বরং চিৎকার করে 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে পাঁচ টাকা দেন। তার পরই সইফপুত্রকে তাঁরা বলেন, "৫ টাকায় কী হবে স্যর?" ইব্রাহিমের উত্তর, জানি হবে না। তবে কিছু তো হওয়া উচিত। পাশ থেকেই একজন ফটোগ্রাফর বলেন, আপনার বাবা কিন্তু অনেক বড় মনের মানুষ। এরপরই ইব্রাহিম বলেন, "তাহলে আমার বাবাকে ফোন করে নিন।" অভিনেতা পুত্র সৌজন্য দেখাতেও ভোলেননি। ভিক্ষারত এক মহিলার সঙ্গে হাত মিলিয়ে বলেন, "অনেক ভালোবাসা ম্যাডাম।" এই বলেই সেখান থেকে চলে যান ইব্রাহিম আলি খান।

Ibrahim Ali khan’s never ending antics with the paps😭😭 have to say his PR game is strong
byu/tiramisuu123 inBollyBlindsNGossip

'রকি অউর রানি' ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে কাজ করেছেন। তাঁর বলিউড অভিষেকের কথাও শোনা যাচ্ছে। তবে লাইমলাইট থেকে দূরে থাকাই পছন্দের ইব্রাহিম আলি খানের। পারিবারিক গেট টুগেদার ছাড়া সইফপুত্রের ছবি খুব একটা দেখা যায় না। এদিকে পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিমের প্রেমের জল্পনা তুঙ্গে। বিটাউনের অন্দরে গুঞ্জন, সম্প্রতি নাকি আংটি পরিয়ে পলককে প্রেমপ্রস্তাব দিয়েছেন সইফপুত্র। এবার ফের একবার চর্চার শিরোনামে সইফপুত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নবাব পরিবারের সন্তানের মুখে 'জয় শ্রীরাম' ধ্বনি।
  • কয়েকজন ভিক্ষুক তাঁর গাড়ির পিছনে ছুটতে শুরু করেন। দেখে গাড়ি দাঁড় করান সইফপুত্র।
  • বরং চিৎকার করে 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে পাঁচ টাকা দেন।
Advertisement