shono
Advertisement
Kiara Advani

হবু মা কিয়ারাকে মাতৃদিবসে বিশেষ বার্তা, সোশাল মিডিয়ায় আদুরে পোস্ট সিদ্ধার্থের

অন্তঃসত্ত্বা কিয়ারাকে সোশাল মিডিয়া পোস্টে কী লিখলেন সিদ্ধার্থ?
Published By: Sayani SenPosted: 06:27 PM May 11, 2025Updated: 06:35 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গর্ভে বাড়ছে সন্তান। তা-ও কাজ থেকে ছুটি নেননি। শুধু তাই নয় স্ফীতোদর নিয়ে মেট গালার মঞ্চ কাঁপিয়েছেন। অভিনেত্রীর মুকুটে জুড়েছে নতুন পালক। লড়াকু হবু মা কিয়ারাকে মাতৃদিবসে শুভেচ্ছা স্বামী সিদ্ধার্থ মালহোত্রার। 

Advertisement

সোশাল মিডিয়ায় মা, শাশুড়ি এবং স্ত্রীর ছবি শেয়ার করেন। সঙ্গে পোস্টে লেখেন, "ভালোবাসি মা, সবকিছু তোমার থেকে শুরু। এবারের মাতৃদিবস একটু বেশিই বিশেষ। কারণ, এটা শুধু মায়ের নয়। এবার মা, শাশুড়িমা এবং এই নতুন ক্লাবে অংশ নেওয়া কি-র হাত ধরে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।"

আবার সোশাল মিডিয়া পোস্টে কিয়ারাও মাতৃদিবসে মাকে শুভেচ্ছা জানান। 

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জয়সলমেঢ়ে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। দেখতে দেখতে গুটি গুটি পায়ে দাম্পত্যের দুবছর কাটিয়ে ফেলেন। বিয়ের দ্বিতীয় জন্মদিন পার হতেই অনুরাগীদের সুখবর দেন সিদ্ধার্থ-কিয়ারা। গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। জানিয়েছিলেন তাঁরা মা-বাবা হতে চলেছেন। দুই থেকে তিন হতে চলেছেন বলিউডের তারকাদম্পতি।

সম্প্রতি মেট গালায় তাঁর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসে। তবে কাজ থেকে এখনও ছুটি নেননি। টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রাউন-আপস ছবিতে দেখা যাবে কিয়ারাকে।

সব ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চে ছবি মুক্তির কথা। সিদ্ধার্থ মালহোত্রা ভিভিএএন: ফোর্স অফ দ্য ফরেস্ট নিয়ে ব্যস্ত। চলতি বছরের নভেম্বরে মুক্তি পেতে পারে ছবিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গর্ভে বাড়ছে সন্তান। তা-ও কাজ থেকে ছুটি নেননি।
  • শুধু তাই নয় স্ফীতোদর নিয়ে মেট গালার মঞ্চ কাঁপিয়েছেন। অভিনেত্রীর মুকুটে জুড়েছে নতুন পালক।
  • লড়াকু হবু মা কিয়ারাকে মাতৃদিবসে শুভেচ্ছা স্বামী সিদ্ধার্থ মালহোত্রার। 
Advertisement