সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ধুরন্ধর' ছবি নিয়ে দর্শক মহলে চলছে তুঙ্গে চর্চা। হু হু করে বাড়ছে আয়। তারই মাঝে এই ছবির সঙ্গে 'উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবির নাকি মিল পাচ্ছেন দর্শকরা। নেটদুনিয়ায় এবার তাই নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। 'উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবিতে ভিকি কৌশলের চরিত্রের নাম ছিল বিহান সিং। বায়ুসেনা আধিকারিক সিরত সিংয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তাঁর। সিরতের স্বামীর নাম ছিল জয়কিরত সিং রঙ্গি। আবার 'ধুরন্ধর' ছবিতে রণবীরের চরিত্রের নাম জসকিরত সিং রঙ্গি। এই দুই নামেই বিশেষ মিল পাচ্ছেন দর্শকরা। আর তা নিয়েই চলছে জোর চর্চা।
'ধুরন্ধর' ছবিতে রণবীর অনবদ্য অভিনয় করেছেন বলে জানা যাচ্ছে। সিনেপ্রেমীরা বলছেন, শেষবার ‘পদ্মাবত’-এ খিলজির চরিত্রে এহেন অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন রণবীর। পাশাপাশি রহমান ডাকাইতের ভূমিকায় ততোধিক যোগ্য সারথির মতো সমান্তরালে গল্প টেনে নিয়ে গিয়েছেন অক্ষয় খান্না। স্বল্প পরিসরে আইএসআই মেজর ইকবালের ভূমিকায় ‘রোমহর্ষক’ অর্জুন রামপাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছায়া রয়েছে কে আর মাধবনের চরিত্রটিতে। ছবিতে রয়েছেন সঞ্জয় দত্তও। এতজন নামী অভিনেতার সমাবেশই ছবিটি সম্পর্কে দর্শকের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ট্রেলার ও টিজারের ভালো প্রতিক্রিয়া।
সেই উন্মাদনার টানেই অগ্রিম বুকিংয়েও রীতিমতো ঝড় উঠেছিল। যা দেখে সিনেবিশেষজ্ঞরাও বক্স অফিসের ‘ঝকঝকে মার্কশিটে’র ভবিষ্যদ্বাণী করেছিলেন। পয়লা দিনেই দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল রণবীর সিংয়ের পারফরম্যান্স। পাশাপাশি ততোধিক চর্চা অক্ষয় খান্না এবং আর মাধবনের অভিনয় নিয়েও। আর সেই ‘ওয়ার্ড অফ মাউথ’-এ ভর করেই ছবিটি বক্স অফিসে ঝড় অব্যাহত রেখেছে। লাফিয়ে বাড়ছে উপার্জন।
