সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ রাশি: সময়ের মূল্য দিতে শিখুন। কর্মক্ষেত্রে গোপন শত্রু আপনার ক্ষতি করতে পারে। বিনিয়োগ থেকে সুবিধা পেতে পারেন। স্বাস্থ্য ভালোই থাকবে। দিনের শেষে স্ত্রীর সঙ্গে সময় কাটান।
বৃষ রাশি: সবসময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না। অন্যের সঙ্গে নিজের তুলনায় যাবেন না। আজ সব কিছু আপানার পক্ষে থাকবে না। তবে ঘাবড়ে যাবেন না। সামাজিক অনুষ্ঠানে যোগ দিন মন ভালো থাকবে।
মিথুন রাশি: বাজে খরচ করবেন না। অতিরিক্ত খরচ আপনার আর্থিক অবস্থা নড়বড়ে করে দিতে পারে। অহেতুক চাপ নেবেন না। আজকে স্ত্রীর থেকে উপহার পেতে পারেন। ছোটদের সঙ্গে সময় কাটান। স্বাস্থ্য ভালোই থাকবে।
কর্কট রাশি: কোনও মামলা আদালতে বিচারাধীন থাকলে রায় আপনার পক্ষে যেতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে। আয়ের উৎস বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে পরিবারে অশান্তি হতে পারে।
সিংহ রাশি: কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। স্থির ও সতর্ক থাকুন। খরচ বাড়বে। তবে নতুন উৎস থেকে আয় হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটান। দিনটি ব্যস্ততায় কাটবে। রাস্তার খাবার এড়িয়ে চলুন।
কন্যা রাশি: নতুন করে জীবন শুরু করুন। নিজের উপর অহেতুক চাপ নেবেন না। পিতা-মাতার স্বাস্থ্যের উন্নতি হবে। উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের ভালো ব্যবহার করুন।
তুলা রাশি: দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন। সন্তানদের যত্ন নিন। কটু কথা বলবেন না। কথাবার্তায় সংযত থাকুন। স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। পরিবারে সময় দিন। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
বৃশ্চিক রাশি: নতুন সিদ্ধান্তের ফল পাবেন। এই রাশির ব্যবসায়ী জাতক-জাতিকারা সাবধানে থাকুন। অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারেন। কোনও বন্ধুর সমস্যা আপনাকে বিচলিত করতে পারে। স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে।
ধনু রাশি: আজকে স্বাস্থ্য ভালোই থাকবে। বড় বিনিয়োগ করবেন না। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। সব সময় অন্যদের দোষ খুঁজবেন না। ফাঁকা সময় বার করে নিজের পছন্দের কাজটি করুন।
মকর রাশি: অত্যাধিক কাজের চাপ আপনার স্বভাব খিটখিটে করে তুলতে পারে। ঋণ শোধ করতে গিয়ে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে। সঙ্গীর সঙ্গে সময় কাটান।
কুম্ভ রাশি: দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে সাহায্য করবে। নানা উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নত করবেন না। কর্মক্ষেত্রে সাবধানে থাকুন।
মীন রাশি: অনেকদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান হবে। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। খরচের ব্যাপারে সাবধানী হন। কোনও চিঠি পরিবারের খুশির হাওয়া নিয়ে আসবে। স্বাস্থ্যের উপর নজর দিন।
