সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে দ্বিতীয়বার শোভিতা ধুলিপালার সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দক্ষিণী বিনোদুনিয়ার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। বিয়ের পর থেকেই তাঁদের সন্তান আসার খবর ঘুরেফিরে এসেছে বারবার। সেই গুঞ্জন আবার থেমেও গিয়েছে। এইসব নিয়ে খুব একটা নাগা (Naga Chaitanya) ও শোভিতাকে (Sobhita Dhulipala) দেখা যায়নি মুখ খুলতে। সম্প্রতি সেই জল্পনা আবারও দানা বাঁধছে। ফের দক্ষিণী বিনোদুনিয়ার এই তারকাদম্পতির দুই থেকে তিন হওয়ার জল্পনাই মাথা চাড়া দিয়ে উঠছে।
এই আবহেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগার্জুনাকে এই নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তিনি কি খুব তাড়াতাড়ি ঠাকুরদা হতে চলেছেন? এই প্রশ্নের উত্তরে একগাল হেসে নাগার্জুনা বলেন, "সময়মতো ঠিক জানাব"। এই জল্পনায় সিলমোহর না দিলেও তা অস্বীকার করেননি নাগার্জুনা। আর তাঁর এই অভিব্যক্তি থেকেই সকলে ধারনা করছেন যে, সত্যিই ঘরে নতুন অতিথি আসছে নাগা-শোভিতার সংসারে। এরপরই রীতিমতো তাঁদের শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য বেশ কিছু সপ্তাহ আগে নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে আড়ম্বরহীন বিয়ে সেরেছেন সামান্থা। সামান্থা এই সুখবর দিতে না দিতেই এবার আরও এক সুখবর দিতে চলেছেন নাগা এমনটাই মনে করা হচ্ছে। ২০১০ সালে একসঙ্গে একটি ছবি করতে গিয়ে শুটিং ফ্লোরে আলাপ নাগা ও সামান্থার। ২০১৭ সালে দু'জনের চারহাত এক হয়। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০২১ সালে নাগা ও সামান্থার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ২০২২ সালে প্রকাশ্যে আসে শোভিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা। ২০২৪ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা।
