shono
Advertisement
Jaya Bachchan

মহিলার হাত ধরে ধাক্কা, ভাইরাল ভিডিওয় জয়ার কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা

কিছুদিন আগেই ‘টয়লেট: এক প্রেম কথা' ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।
Published By: Manasi NathPosted: 01:06 PM Apr 07, 2025Updated: 01:17 PM Apr 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মেজাজ হারালেন জয়া বচ্চন। ছবি শিকারিদের সামনে তাঁকে মেজাজ হারাতে দেখা গিয়েছে অনেকবারই। এবার তিনি মেজাজ হারালেন প্রয়াত অভিনেতা মনোজ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে।

Advertisement

রবিবার প্রয়াত বলি অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে একাই  অভিনেতার বাড়ি গিয়েছিলেন জয়া। মনোজের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনাও জানান অভিনেত্রী। সেখানেই এক জায়গায় চুপচাপ একা দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। পরনে ছিল সাদা চুড়িদার। হঠাৎ পিছন থেকে এক মহিলা এসে জয়ার কাঁধে হাত রেখে তাঁকে ডাকেন। তারপরই নাকি মেজাজ হারান বর্ষীয়ান অভিনেত্রী!

ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গিয়েছে এক মহিলা জয়াকে আচমকা ডাকার পরই চমকে গিয়ে পিছন ফিরে তাকান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে অচেনা মহিলার হাত ধরে তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেন। চিৎকার করে কড়া ভাষায় এক ব্যক্তিকে বকাবকি করতেও শুরু করেন তিনি। কিন্তু কী কারণে মেজাজ হারালেন অভিনেত্রী? ভিডিওটি দেখে নেটিজেনরা মনে করছেন, ওই অচেনা মহিলা জয়ার সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন । সেই কারণেই হয়তো জয়ার কাঁধে হাত দিয়ে ডাকেন। একই সঙ্গে ওই ভিডিওয় দেখা গিয়েছে অচেনা মহিলার সঙ্গে থাকা প্রৌঢ় ব্যক্তি মোবাইল দিয়ে ছবি তোলারও চেষ্টা করছেন। নেটনাগরিকদের অনুমান এই গোটা ঘটনার আকস্মিকতার কারণেই হয়তো মেজাজ হারান জয়া। ভিডিওতে অবশ্য অচেনা ওই দুই ব্যক্তিকে জয়ার কাছে ক্ষমা চাইতেও দেখা গিয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বে একাধিকবার প্রকাশ্যে মেজাজ হারাতে দেখা গিয়েছে অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনকে। ছবিশিকারিদের সামনে তাঁর মেজাজ হারানোর একাধিক ঘটনার কথাও অনুরাগীরা জানেন। কিছুদিন আগেই অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবি নিয়ে প্রশ্ন উঠতেই ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী। ছবিটিকে 'বিশ্রী-ফ্লপ' বলেও দাবি করেন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার প্রয়াত বলি অভিনেতা মনোজ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে একাই প্রয়াত অভিনেতার বাড়ি গিয়েছিলেন জয়া বচ্চন।
  • সেখানে হঠাৎ পিছন থেকে এক মহিলা এসে জয়ার কাঁধে হাত রেখে তাঁকে ডাকেন।
  • তারপরই মেজাজ হারান বর্ষীয়ান অভিনেত্রী।
Advertisement