সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেবোর ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি আপাতত তুঙ্গে। তেইশেই বলিউডের পিচে দাপুটে প্রত্যাবর্তন ঘটেছে করিনা কাপুর খানের (Kareena Kapoor)। পর পর দুটো সিনেমায় ভিন্ন স্বাদের চরিত্রে ধরা দিয়ে সিনেসমালোচক থেকে দর্শকদের মুগ্ধ করেছেন। বছর শেষের আগে সেই কসরতের ফলও পেয়ে গেলেন হাতেনাতে! রবিবারসীয় সন্ধেয় বহুপ্রতীক্ষিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন করিনা। আর ব্ল্যাক লেডি হাতে বেবো বাড়ি ফিরতেই এ কী কাণ্ড! ছোটছেলে মায়ের হাত থেকে পুরস্কার ছিনিয়ে নিয়ে দিল দৌড়। খুদে জেহর (Jeh) সেই মিষ্টি কীর্তি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন করিনা।
অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গেল, জেহ আপাদমস্তক সাদা তোয়ালে মুড়ে হুটোপাটি করছে। হাতে ধরা ফিল্মফেয়ারের ব্ল্যাক লেডি। মায়ের পুরস্কার নিয়ে ছোটাছুটি করছে সে। আর ছেলের সেই দুষ্টু-মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় ভাগ করে নিয়েছেন বেবো। ক্যাপশনে লেখা- 'জেদ ভেবেছে পুরস্কারটা ওর। হ্যাঁ অবশ্যই ওর। আমার জানে জান...।' বলিউডে দু দশক কাটিয়ে ফেলেছেন করিনা কাপুর খান। অভিনেত্রী, দুই সন্তানের মা, ভোপালের নবাব পরিবারের 'শেষ বেগম' ঘর-সংসার এবং কাজ দুটোই সমান তালে চালাচ্ছেন। কাজের জন্য বাচ্চাদের থেকেও অনেকটা সময় দূরে থাকতে হয়। অতঃপর মায়ের এহেন সম্মানের 'হকদার' যে তাঁরাও, সেটাই ক্যাপশনে বোঝাতে চেয়েছেন সম্ভবত করিনা কাপুর।
তেইশ সালই ঘুরিয়ে দিয়েছে করিনা কাপুরের (Kareena Kapoor) ভাগ্যচক্র। 'জানে জান' সিরিজের সুবাদে দর্শক অনুরাগীদের নজর কাড়ার পাশাপাশি সিনেসমালোচকদের তরফেও দারুণ প্রশংসিত হয়েছে বেবোর অভিনয়। তার পরই করিনার ঝুলিতে এসেছে 'দ্য বাকিংহাম মার্ডারস'-এর মতো থ্রিলার সিনেমা। যেখানে গোয়েন্দা চরিত্রেও বাজিমাত করেছেন অভিনেত্রী। সেই সুবাদে, বিগ বাজেট দক্ষিণী সিনেমার মুখ্য চরিত্রের প্রস্তাবও গিয়েছে করিনা কাপুর খানের কাছে। বলিউডে বছর কুড়ি কাটিয়ে ফেললেও তেইশ সাল অবধি ‘পুহ’ কিংবা ‘গীত’ চরিত্রের জন্যই করিনা কাপুরকে মনে রেখেছেন দর্শকরা। তবে খেলা ঘোরালো ‘জানে জান’। সিঙ্গল মাদারের ভূমিকায় বিজয় ভার্মা, জয়দীপ আহলাতের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন করিনা। ২০২২ সালে আমির খানের সঙ্গে জুটি বেঁধে ‘লাল সিং চাড্ডা’ এনেছিলেন ঠিকই। কিন্তু সুপারফ্লপ সেই ছবিতে করিনাকে নিয়ে মোটেই হইচই হয়নি। বরং সমস্ত লাইমলাইট কেড়েছিলেন আমির খান। তবে ২০২৩ সালে ‘জানে জান’-এর দৌলতে নজর কাড়া প্রত্যাবর্তন করিনার কাপুরের। আর সেই ছবির সুবাদেই তাঁর হাতে এল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড। ক্রিটিকস চয়েসে সেরা অভিনেত্রীর শিরোপা উঠেছে করিনার মুকুটে।