shono
Advertisement
Kamini Kaushal

প্রয়াত প্রবীণতম অভিনেত্রী কামিনী কৌশল, বিনোদুনিয়ায় ফের শোকের ছায়া

দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন ৯০টিরও বেশি ছবিতে।
Published By: Arani BhattacharyaPosted: 02:09 PM Nov 14, 2025Updated: 02:12 PM Nov 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় ফের শোকের ছায়া। প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের প্রবীণতম অভিনেত্রী কামিনী কৌশল। দীর্ঘদিন ধরেই নাকি অভিনেত্রী বার্ধক্যজনিত নানা কারণে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অভিনেত্রীর পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এই মুহূর্তে তাঁদের এই শোকবিহ্বল পরিস্থিতিতে অভিনেত্রীর পরিবারের তরফে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

কামিনী কৌশল ভারতীয় বিনোদুনিয়ায় প্রবীণতম অভিনেত্রী। দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন ৯০টিরও বেশি ছবিতে। 'নীচা নগর' ছবির হাত ধরেই ফিল্মি দুনিয়ায় তাঁর পথচলা শুরু। এই ছবি ১৯৪৬ সালের কান চলচ্চিত্র উৎসবে জিতেছিল পামে ডি'ওর সম্মান জিতেছিল। এরপর 'শহিদ', ' নদীয়া কে পার', 'দো ভাই', 'জিদ্দি', 'শবনম', 'পারস', 'ঝাঁঝর', 'আব্রু'র মতো ছবিতে।

 

তিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম ছবি 'শহিদ'র নায়িকা। অনস্ক্রিন কামিনী কৌশলের সঙ্গেই জুটি বেঁধেছিলেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও চুটিয়ে কাজ করেছেন প্রবীণতম অভিনেত্রী। দূরদর্শনে তাঁর 'চাঁদ সিতারে' হয়ে উঠেছিল একটি আইকনিক শো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিনোদুনিয়ায় ফের শোকের ছায়া। প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের প্রবীণতম অভিনেত্রী কামিনী কৌশল।
  • দীর্ঘদিন ধরেই নাকি অভিনেত্রী বার্ধক্যজনিত নানা কারণে ভুগছিলেন।
  • মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
Advertisement