সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঞ্চন-শ্রীময়ীর দাম্পত্য নিয়ে আলোচনার শেষ নেই। টলিপাড়ার সেলেব জুটির মেয়ে কৃষভিকে দেখার জন্য উৎসুক অনুরাগীরা। দোল পূর্ণিমায় মেয়েকে নিয়ে আবির খেলায় মাতলেন তারকা জুটি। ক্যামেরার সামনে আনলেন মেয়েকে।

কাঞ্চন-শ্রীময়ী দুজনেই ঈশ্বরে বিশ্বাসী। তাই সুযোগ পেলেই মন্দিরে ছুটে যান। বাড়িতেও আধ্যাত্মিক পরিবেশ। কালীপুজো, লক্ষ্মীপুজো থেকে রথ-রাস পালন সবটাই পালন করেন কাঞ্চন-শ্রীময়ী। সম্প্রতি মহাকুম্ভ থেকে অমৃতস্নান করে ফিরেছেন দম্পতিতে। এবার বিয়ের প্রথম জন্মদিনেও পৌঁছে গিয়েছিলেন উজ্জয়িনীতে। সেখানকার মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে জুটিতে পুজোও দেন। দোলে বাড়িতে রাধাকৃষ্ণের পুজোর আয়োজন করেন দুজনে। এবারও তার অন্যথা হয়নি। শুক্রবার রীতি মেনে পুজোর আয়োজন করা হয়। রাধাকৃষ্ণকে সাক্ষী রেখে একে অপরকে ফাগের রঙে রাঙিয়ে দেন। ইনস্টাগ্রামে নিজেই সে ছবি পোস্টও করেছেন শ্রীময়ী।
দুজনের পরনেই সাদা পোশাক। কাঞ্চন পরেন পাঞ্জাবি। শ্রীময়ীর পরনে টি-শার্ট। কোনও ছবিতে দেখা গিয়েছে কাঞ্চনের কাঁধে মাথা দিয়ে রয়েছেন শ্রীময়ী। আবার কোনও ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে। ফাগুনের রঙে দাম্পত্যও যে বেশ কয়েকগুণ রঙিন হয়ে উঠেছে তা সেলিব্রিটি কাপলের হাসিমুখেই স্পষ্ট।
তবে ছবিগুলির মধ্য়ে সকলের নজর কেড়েছে কাঞ্চন-শ্রীময়ীর একমাত্র কন্যাসন্তান কৃষভি। হলুদ, সবুজ এবং নীল রঙের মিশেলে একটি ফ্রক পরে দেখা গিয়েছে একরত্তিকে। তবে মুখ দেখা যায়নি তার। ইমোজি দিয়ে মেয়ের মুখ ঢেকেছেন তারকা দম্পতি। খুদে মুখ না দেখতে পাওয়ায় কিছুটা হতাশ অনুরাগীরা।