shono
Advertisement

Breaking News

Kanchan Mullick

দিওয়ালির পর্দায় হিট কাঞ্চন, 'শ্রীময়ী ভালো কোচ', মায়ের ভোগ রেঁধে বলছেন 'প্লেয়ার' মল্লিকবাবু

'ভুলভুলাইয়া ৩', 'নিকষ ছায়া', পর পর ছক্কা! এই দীপাবলির মরশুম কাঞ্চন মল্লিকের।
Published By: Sandipta BhanjaPosted: 12:30 PM Nov 01, 2024Updated: 12:30 PM Nov 01, 2024

সন্দীপ্তা ভঞ্জ: এই দীপাবলি যে নিঃসন্দেহে কাঞ্চন মল্লিকের, তা হলফ করে বলা যায়। দিওয়ালির মরশুমে পর্দার পাশাপাশি বাড়ির হেঁশেলেও বেড়ে খেলছেন অভিনেতা। একদিকে বলিউড সিনেমা 'ভুলভুলাইয়া ৩'তে (Bhool Bhulaiyaa 3) বিশেষ চরিত্র, অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত 'নিকষ ছায়া' (Nikosh Chhaya) সিরিজে খলতান্ত্রিক বেশ, দুটোতেই ছক্কা হাঁকিয়েছেন কাঞ্চন মল্লিক। উপরন্তু বিয়ের পর বাড়িতে প্রথম কালীপুজো, সুগৃহিণী শ্রীময়ী চট্টরাজের সুবাদে এবার তাঁকে হেঁশেলে রাঁধুনির ভূমিকাতেও দেখা গেল। সংবাদ প্রতিদিন ডট ইন-কে কাঞ্চন জানালেন, "কোচ ভালো হলে সব সম্ভব।"

Advertisement

দীপাবলির মরশুমে একে বলিউড ছবি, দ্বিতীয়ত ভৌতিক সিরিজে একেবারে ভিন্ন অবতারে। দুটো কাজেই কাঞ্চন মল্লিকের অভিনয় প্রশংসার দাবিদার। একেবারে ধূসর চরিত্র। এপ্রসঙ্গে কী বলবেন? তারকা-বিধায়কের জবাব, "সব মায়ের ইচ্ছে।" একটু থেমে কাঞ্চন বললেন, "এরকম একটা চরিত্রে আমাকে কাস্ট করার জন্য আসলে পরমকে অসংখ্য ধন্যবাদ। আর শ্রীকান্তদাকেও (মোহতা)। আমাকে সাধারণত দর্শকরা কৌতূক চরিত্রেই বেশি দেখেছেন। এপ্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমার হয়ে শ্রীকান্তদা রসিকতা করে হলেও দারুণ একটা কথা বলেছেন। ওঁর মন্তব্য- কাঞ্চনকে এরকম চরিত্রে কেউ ভাবে না। তাই দর্শকরাও দেখার সুযোগ পায় না।" 'নিকষ ছায়া' সিরিজে অভিনেতা রয়েছেন কাপালিকের চরিত্রে।

বৃহস্পতিবার দিনভর নির্জলা উপোস রেখে কালীপুজোয় বসেছিলেন কর্তা-গিন্নি কাঞ্চন-শ্রীময়ী। পুজো কেমন কাটল? তারকা বিধায়ক জানালেন, "আমার এক নিকট আত্মীয় যেহেতু অসুস্থ, তাই বড় করে পুজোটা করিনি এবার। তবে মায়ের পুজো, সেটা তো করতেই হবে। আর বাড়িতে কালীপুজো মানে অনেক নিয়ম, আর কাজ তো থাকেই। একটু রাত হয়েছে পুজো সারতে। আর আমার বাড়িতে কালীপুজোটা বরাবর নিশিকালেই হয়।" আর হেঁশেলে প্রথমবার খুন্তি নাড়া, মায়ের ভোগ রান্না কি সুগৃহিণী শ্রীময়ী শেখালেন? কাঞ্চন বলছেন, "সবটাই মাকালীর ইচ্ছেতেই হয়তো। এযাবৎকাল গত তিন বছর ধরে আমার বাড়ির কালীপুজোর ভোগ শ্রীময়ীই রান্না করত। কিন্তু এবার আমি প্রথমবার রান্না করলাম। জীবনে কোনওদিন হেঁশেলে ঢুকে খুন্তি নাড়িনি। বলা যায়, একটা ডিমও ভাজিনি। সেখানে প্রথমবার মায়ের ভোগ রান্না করলাম। সবটাই আসলে শ্রীময়ীর তত্ত্বাবধানে। ও সাহায্য করেছে বলেই পারলাম। আসলে ভালো কোচ হলে, প্লেয়ারও ভালো হওয়া সম্ভব।" কথা শেষ করেই হেসে গড়িয়ে পড়লেন অভিনেতা।

বহু বছর ধরেই কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) বাড়িতে মহাসমারোহে কালীপুজো (Kali Puja 2024) হয়। তবে মাঝে সেই রীতিতে ছেদ পড়লেও বছর তিনেক ধরে আবারও অভিনেতা-বিধায়কের বাড়িতে পূজিতা মা কালী। নতুন করে শুরু করার নেপথ্যে অবশ্য শ্রীময়ী চট্টরাজই (Sreemoyee Chattoraj)। তখন অবশ্য তিনি মল্লিক বাড়ির গিন্নি হননি। তবে সেইসময় থেকেই শ্রীময়ীর তত্ত্বাবধানে কাঞ্চনের বাড়ির কালীপুজোর আয়োজন হয়। আর এবার তো তিনি মল্লিক বাড়ির কর্তব্যপরায়ণ বউমা। বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম কালীপুজো। তাই প্রতিবারের মতো এবারেও সুগৃহিণীর মতো সবটা সামলালেন শ্রীময়ী। তাই তো 'কোচ' স্ত্রীয়ের প্রশংসায় পঞ্চমুখ কাঞ্চন মল্লিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ভুলভুলাইয়া ৩', 'নিকষ ছায়া', পর পর ছক্কা! এই দীপাবলির মরশুম কাঞ্চন মল্লিকের।
  • সংবাদ প্রতিদিন ডট ইন-কে কাঞ্চন জানালেন, "কোচ ভালো হলে সব সম্ভব।"
  • কাঞ্চন বললেন, "এরকম একটা চরিত্র আমাকে কাস্ট করার জন্য আসলে পরমকে অসংখ্য ধন্যবাদ।"
Advertisement