সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "ছেলে আমার মস্ত মানুষ/ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার/ নানান রকম জিনিস আর আসবাব দামি দামি/ সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি...", নচিকেতার জীবনমুখী গানে সেই কবেই সন্তানের অবহেলার কাতর আর্তি ঝরে পড়েছিল। পর্দায় এবার সেরকমই এক পিতাপুত্রের জটিল সম্পর্কের গল্প দেখাবেন রাজ চক্রবর্তী। যেখানে বৃদ্ধ বাবা-মাকে দেখে না তাঁদের 'সন্তান'। অভিমানে নিজের ছেলেকেই তাই কাঠগড়ায় দাঁড় করাবেন এক বাবা। আইনি লড়াই লড়বেন ছেলের বিরুদ্ধে। শুক্রবার মুক্তি পেল 'সন্তান'-এর আবেগী ট্রেলার (Shontaan trailer)।
বাবার ভূমিকায় মিঠুন চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তী ছেলের চরিত্রে। পুজোর সিনেপর্দায় 'শাস্ত্রী' রূপে ধরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বছর শেষেও রাজ চক্রবর্তীর ফ্রেমে দেখা যাবে মিঠুন ম্যাজিক। কারণ, ডিসেম্বর মাসেই মুক্তি পাচ্ছে 'সন্তান'। আইনজীবীর ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 'সন্তান' ট্রেলার প্রকাশ্যে এনে বিগ ফ্রাইডে চমক দিলেন রাজ। ওই একই সময়ে আবার রিলিজ করবে দেবের বহু প্রতীক্ষিত সিনেমা 'খাদান'। অতঃপর শীতের বক্স অফিসে যে এবার সম্মুখ সমরে নামতে চলেছেন দেব-শুভশ্রী, তা বলাই যায়।
মিঠুন চক্রবর্তীর চরিত্রের নাম শরদিন্দু বোস। আইনজীবী ইন্দ্রানী সেনের ভূমিকায় শুভশ্রী। বৃদ্ধ শরদিন্দুর হয়ে মামলা লড়বেন ইন্দ্রানী। আইনজীবীর কাছে এসে জানায়, "আমার ছেলে আমাকে আর আমার বউকে দেখে না। আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই।" কোর্টরুমের দৃশ্যে শুভশ্রীর সংলাপও রগরগে- "আমাদের দেশে ১৫ কোটিরও বেশি মানুষ ষাটোর্দ্ধ। বেশিরভাগ বয়স্ক মাতা-পিতা পরিত্যক্ত।" গল্পে ঋত্বিক এক মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী। দামি বাড়ি-গাড়ি, বিদেশ ট্যুর, স্ত্রী-ছেলেকে নিয়ে জন্মদিন উদযাপন, বিলাসবহুল জীবনযাপন তাঁর। তবে মায়ের চিকিৎসার খরচ দিতে অপারগ সে। সেই প্রেক্ষিতেই মামলা দায়ের করে মিঠুন। এক হাইভোল্টেজ ড্রামার ঝলক দেখা গেল ট্রেলারে। বাকিটা দেখতে হবে ডিসেম্বরে। কালীপুজোর দিন পোস্টার প্রকাশ্যে এনেছিলেন, তার ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই এল ট্রেলার। 'প্রজাপতি', 'শাস্ত্রী'র পর রাজের 'সন্তান' ছবিতেও যে চমক দেবেন মহাগুরু, তা বোঝাই যাচ্ছে ছবির প্রথম ঝলকে।