সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর আবহে অন্নকূটের দিনই কাঞ্চন-শ্রীময়ীর ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। যেন অন্নপূর্ণা! কৃষ্ণভক্ত মা-বাবা তাই সাধ করে নাম রেখেছেন কৃষভি। তারকাদম্পতির ঘর-সংসার এখন কৃষভিময়। দিন কয়েক আগেই মেয়ের জন্মের সময়ে হাসপাতালের বিল নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তাঁরা। আর নতুন বছরে পা রাখতেই সেসব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে সন্তান কোলে হাসিমুখে ছবি দিলেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Sreemoyee)।
সেই ছবিতেই দেখা গেল, গোলাপি সোয়েটারে মোড়া কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে। দেখে অনুরাগীরা বলছেন, 'যেন মিষ্টি তুলোর বল।' মা শ্রীময়ীর সঙ্গে ম্যাচিং পোশাকে দেখা গেল কৃষভিকে। কারণ শ্রীময়ীরও পরনে গোলাপি শাড়ি। পাশেই দাঁড়িয়ে থাকা কাঞ্চন ২০২৫ সালকে স্বাগত জানালেন চওড়া হাসিতে। ফ্রেমে দেখা গেল, শ্রীময়ীর মাকেও। সপরিবারে একফ্রেমে ছবি শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা জানালেন অভিনেতা বিধায়ক। তবে মেয়ের ছবি পিছন থেকেই দেখা গেল। অন্নপ্রাশনের আগে কৃষভির ছবি প্রকাশ্যে আনবেন না বলেই জানিয়েছেন কাঞ্চন মল্লিক। ৩১ ডিসেম্বর উত্তর কলকাতার শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিয়ে চব্বিশকে বিদায় জানিয়েছিলেন দম্পতি। পুজো দেওয়ার পাশাপাশি খিচুড়ি ভোগও বিতরণ করেন কাঞ্চন-শ্রীময়ী।
একরত্তিকে নিয়ে মল্লিক বাড়িতে বর্তমানে আনন্দের আবেশ। নিত্যদিন নতুন জামা পরছে সে। আর কেউ কোলে নিলেই ঠেলে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে। দেখতে যেমন বাবার মতো, তেমনই নাকি স্বভাবও কাঞ্চনের মতোই। শ্রীময়ীর কথায়, বড্ড ছটফটে। গায়ের রং গোলাপি। তাই বাবা আদর করে কখনও টম্যাটো আবার কখনও বা সোনামা বলে ডাকে। আর রাতভর মেয়ের জন্য জেগে থেকেও সকালে কাজে বেরতে কোনও ক্লান্তি নেই কাঞ্চনের! সম্প্রতি পাহাড় থেকে ঘুরে এসেছেন তারকাদম্পতি। সেখানেই একরত্তিকে নিয়ে বড়দিন উদযাপন করেছেন। মা-বাবা যখন পাহাড়ে ঘুরতে ব্যস্ত কৃষভি তখন দিদার কাছে থেকেছে। পাহাড়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সম্প্রতি তাঁরা। এবার নতুন বছরে মেয়ের ঝলক দেখালেন কাঞ্চন-শ্রীময়ী।