shono
Advertisement
Kareena Kapoor

হাঁটুর বয়সি নায়কের সঙ্গে প্রেম করিনার! বলিপাড়ায় এত রাখঢাক কী নিয়ে?

বলিউডে বেবোকে নিয়ে জব্বর জল্পনা! ব্যাপারটা কী?
Published By: Sandipta BhanjaPosted: 06:40 PM Jul 17, 2025Updated: 06:40 PM Jul 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে দু' দশক কাটিয়ে ফেলেছেন করিনা কাপুর খান। অভিনেত্রী, দুই সন্তানের মা, ভোপালের নবাব পরিবারের 'শেষ বেগম' ঘর-সংসার এবং কাজ দুটোই সমান তালে চালাচ্ছেন। উপরন্তু তেইশ সালে খান-কাপুর, দেওলদের মাঝেও দাপুটে প্রত্যাবর্তনে বলিউডে নতুন করে 'মধ্যমণি' হয়ে উঠেছেন বেবো। চল্লিশোর্ধ্ব হলেও তাঁর গ্ল্যামারের ঝলকানিতে আজও তরুণ হৃদয় তোলপাড় হয়! এবার গুঞ্জন, করিনা নাকি হাঁটুর বয়সি এক নায়কের সঙ্গে প্রেম করছেন!

Advertisement

না, বাস্তবে নয়। আদতে সিনেমার পর্দার জন্যই এহেন অসমবয়সি প্রেমের গুঞ্জন বেবোকে নিয়ে। বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার এমন এক সিনেমায় অভিনয় করবেন করিনা কাপুর, যেখানে তাঁকে বছর কুড়ির এক তরুণের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। যদিও সিনেমার নাম ঠিক হয়নি এবং ছবি সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে নির্মাতারা মুখে কুলুপ এঁটেছেন, তবে বিটাউনে কি আর খবর চাপা থাকে? শোনা যাচ্ছে, এই সিনেমায় নাকি করিনাকে ভূতের চরিত্রে দেখা যাবে। শুধু তাই নয়, বলিউডি ভূতুড়ে জঁরের আর পাঁচটা সিনেমার থেকে নাকি এই ছবির গল্প এবং চিত্রনাট্য অনেকটা আলাদা। যেখানে অভিনেত্রী নিজেও তরুণী হিসেবে ধরা দেবেন বলে শোনা যাচ্ছে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, সিনেমার গল্প লিখছেন হুসেইন দালাল। যিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান'-এ কাজ করেছেন। যদিও এপ্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনওরকম ঘোষণা হয়নি। তবে পরবর্তী এই ছবি নিয়ে বলিউডে বেশ রাখ-রাখ ঢাক-ঢাক! কেন? কারণ এহেন চরিত্রে নাকি বেবোকে এর আগে পর্দায় দেখা যায়নি। যদিও বলিউডের পর্দায় অসমবয়সি প্রেম নতুন নয়! সম্প্রতি রণবীর সিংয়ের ধুরন্ধর ছবির নায়িকা সারা অর্জুনও ঠিক এই কারণেই চর্চার শিরোনামে উঠে এসেছিলেন। কারণ অভিনেতার থেকে বয়সে অনেকটাই ছোট তিনি। এই জল্পনায় কবে সিলমোহর পড়ে? এবার তারই অপেক্ষা।

প্রসঙ্গত বলিউডে দু' দশক কাটিয়ে ফেললেও তেইশ অবধি 'পুহ' কিংবা 'গীত' চরিত্রের জন্যই করিনা কাপুরকে মনে রেখেছেন দর্শকরা। তবে খেলা ঘোরালো ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানে জান’। সিঙ্গল মাদারের ভূমিকায় বিজয় ভার্মা, জয়দীপ আহলাতের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন করিনা। ২০২২ সালে আমির খানের সঙ্গে জুটি বেঁধে 'লাল সিং চাড্ডা' এনেছিলেন ঠিকই। কিন্তু সুপারফ্লপ সেই ছবিতে করিনাকে নিয়ে মোটেই হইচই হয়নি। বরং সমস্ত লাইমলাইট কেড়েছিলেন আমির খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিনেমার পর্দার জন্যই এহেন অসমবয়সি প্রেমের গুঞ্জন বেবোকে নিয়ে।
  • বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার এমন এক সিনেমায় অভিনয় করবেন করিনা কাপুর, যেখানে তাঁকে বছর কুড়ির এক তরুণের সঙ্গে প্রেম করতে দেখা যাবে।
Advertisement