সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্তিক আরিয়ান তাঁর 'লাভার বয়' ইমেজের জন্যই বলিপাড়া তথা অনুরাগী মহলে জনপ্রিয়। কিন্তু হঠাৎই নিজের ইমেজ বদলে একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন অভিনেতা। গ্যাংটকে শুটিং চলাকালীন আচমকাই এক ভক্তকে গিটার দিয়ে বেধড়ক মারতে দেখা গেল তাঁকে! কার্তিকের সেই কীর্তিতে ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় শোরগোল।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয়ের দেখা যাচ্ছে অভিনেতা অনুরাগ বসুর 'আশিকি ৩'-এর শুটিংয়ে ব্যস্ত। মঞ্চে গিটার হাতে গান গাইছেন। এবং সেই দৃশ্যই গ্যাংটকে ক্যামেরাবন্দি করছেন পরিচালক। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে শুট চলাকালীন হঠাৎই মেজাজ হারান অভিনেতা। শুধু তাই নয় নিজের হাতের গিটারটি নিয়ে এক ব্যক্তিকে বারবার আঘাত করতে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। কিন্তু ঠিক কী কারণে এমন কাণ্ড ঘটালেন অভিনেতা? শোনা যাচ্ছে, শুটিংয়ের অংশ হিসেবেই এমন কীর্তি ঘটিয়েছেন অভিনেতা।
Anurag Basu shooting with Kartik Aaryan in Gangtok !!
byu/IndianByBrain inBollyBlindsNGossip
ভাইরাল এই ভিডিও দেখে নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। কেউ কার্তিকের কীর্তি দেখে 'আশিকি ৩'-কে 'অ্যানিম্যাল' আর 'রকস্টার' ছবির মিশেল বলছেন। আবার কারও মতে ছবিটিতে কার্তিকের চরিত্রে শাহিদ কাপুরের 'কবীর সিং'য়ের ছায়া রয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই কার্তিক আরিয়ান আর শ্রীলীলাকে নিয়ে পরিচালক অনুরাগ বসু শুরু করেছেন তাঁর নতুন ছবি 'আশিকি ৩'-এর কাজ। উত্তরবঙ্গের ডুয়ার্সে শেষ হয়েছে ছবির প্রথমভাগের শুটিং পর্ব। চা বাগানের বুকে কার্তিক-শ্রীলীলার রসায়ন ইতিমধ্যেই দর্শক অনুরাগীদের নজর কেড়েছে। এরই মধ্যে ছবির একটি টিজার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও ঘিরেই চর্চা শুরু হয়েছে। কার্তিক 'আশিকি ৩'-এ নতুন কী খেল দেখায়? এখন তারই অপেক্ষা।
Anurag Basu shooting with Kartik Aaryan in Gangtok !!
byu/IndianByBrain inBollyBlindsNGossip