shono
Advertisement
Katrina Kaif Vicky Kaushal

শিবভক্ত ভিকি-ক্যাটরিনা! সোম সন্ধেয় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে 'বেবি কৌশলে'র গৃহপ্রবেশ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্যাটরিনা, সদ্যোজাতকে কি দেখা গেল?
Published By: Sandipta BhanjaPosted: 07:03 PM Nov 10, 2025Updated: 07:03 PM Nov 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ওম' মন্ত্রোচ্চারণে প্রেগন্যান্সির খবর দিয়েছিলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সুখবর দিতে গিয়েও 'ওম' মন্ত্র স্মরণ করেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ। অভিনেতার শিবভক্তির কথা বারবার চর্চার শিরোনামে এসেছে। এমনকী 'ছাবা' সিনেমার প্রচারেও নিজের আধ্যাত্মিক বিশ্বাসের কথা ভাগ করে নিয়েছিলেন শিবভক্ত ভিকি কৌশল। এবার শিবের দিন, সোমবারই ছেলেকে নিয়ে গৃহপ্রবেশ করলেন সেলেব দম্পতি।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, সোমবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ক্যাটরিনা কাইফ। হাসপাতালের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল কালো কাচ ঢাকা রেঞ্জ রোভার। সেই গাড়িতে করেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বেরতে দেখা যায় ভিকি-ক্যটারিনাকে। এদিকে আগাম খবর পেয়ে সদ্যোজাতকে একঝলক দেখার আশায় হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন উৎসুক অনুরাগীরা। তবে জড়ো হওয়াই সার! কালো কাচের মহিমায় সদ্যোজাত তো দূরঅস্ত ভিকি-ক্যাটরিনার মুখ পর্যন্ত দেখার সুযোগ পেলেন না তাঁরা। সেই ক্যামেরাবন্দি মুহূর্তও ইতিমধ্যে ভাইরাল নেটভুবনে।

ঘনিষ্ঠ সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সদ্যোজাতকে নিয়ে সোজা জুহুর সমুদ্রমুখী বাংলোর উদ্দেশে রওনা হয়েছেন তারকাদম্পতি। যেখানে সুখের সংসার সাজিয়েছেন ভিকি-ক্যাটরিনা। শুক্রবার, ৭ নভেম্বর মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সেলেবদম্পতি। সকাল ৮টা বেজে ২৩ মিনিটে ভূমিষ্ঠ হয়েছে ভিকি-ক্যাটরিনার সন্তান। জ্যোতিষ মতে, রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে ‘বেবি কৌশল’। ভিকি-ক্যাটরিনার সন্তানের জন্মছক কষে বলিউডের ‘সেলেব জ্যোতিষে’র ভবিষ্যদ্বাণী ফিল্মি পরিবারে জন্মগ্রহণ করায় এই পুত্রসন্তানও ভবিষ্যতে জনপ্রিয়তা লাভ করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ক্যাটরিনা কাইফ।
  • হাসপাতালের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল কালো কাচ ঢাকা রেঞ্জ রোভার।
  • সেই গাড়িতে করেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বেরতে দেখা যায় ভিকি-ক্যটারিনাকে।
Advertisement