সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ছবির মুক্তি। রবিবার ট্রেলার প্রকাশ্যে আসার কথা ছিল। আচমকা বিপত্তি! পিছিয়ে গেল দেবের 'খাদান' ছবির ট্রেলার রিলিজ। সুপারস্টার নিজে সোশাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জানিয়েছেন এই খবর। কী কারণে পিছিয়ে গেল ট্রেলার রিলিজ? তাও জানিয়েছেন দেব।
'ফ্যামিলি ড্রামা' ছেড়ে বহুদিন বাদে অ্যাকশন অবতারে দেব। সারা দেশজুড়ে ছবির প্রচার করেছেন অভিনেতা-প্রযোজক ও তাঁর সঙ্গীরা। দেবকে আবারও মারকাটারি মুডে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। তাঁদের জন্যই রবিবার ট্রেলার প্রকাশ করবেন বলে ঘোষণা করেছিলেন তারকা। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে তা পিছিয়ে দিতে হল।
এদিন সকালে ফেসবুক ও এক্স হ্যান্ডেলে দেব লেখেন, 'সুপ্রভাত, আমি জানি খাদান-এর ট্রেলার দেখার জন্য সবাই খুব এক্সাইটেড। আমরাও তাই। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে আমাদের আরও কিছুটা সময় লাগবে সেরাটা উপহার দিতে। ততক্ষণ পর্যন্ত এই উচ্ছ্বাস বজায় রাখুন।'
নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে এবং নিজের জন্মদিনের আগে তিনি বড়পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন। ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’, দেবের এই সংলাপই ‘খাদান’ ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ছবিতে দেব ছাড়াও রয়েছেন যিশু সেনগুপ্ত, বরখা বিশত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা। আগামী ২০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে সুজিত রিনো দত্ত পরিচালিত ছবি। আপাতত ট্রেলারের অপেক্ষা।
ছবি: কৌশিক দত্ত