shono
Advertisement

Breaking News

Kiara Advani

মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে এসেই ঘুম ওড়ালেন কিয়ারা, জানালেন মেয়ের কাণ্ড!

মেয়ে সারায়াকে নিয়ে কী বললেন অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 06:37 PM Dec 08, 2025Updated: 06:47 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হওয়ার ৫ মাস বাদে প্রথমবার জনসমক্ষে এলেন কিয়ারা আডবানি (Kiara Advani)। অন্তঃসত্ত্বা অবস্থায় পাঁচ মাস অবধি কাজ করেছেন। মাতৃত্বকালীন বিরতির পর সোমবার লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন অভিনেত্রী। আর তার প্রাক্কালেই পাপারাজ্জিদের সঙ্গে হাসিমুখে কুশল-মঙ্গল বিনিময়ের পর মেয়ে সারায়াকে নিয়েও মুখ খুললেন কিয়ারা। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল।

Advertisement

সোমবার সকালেই ইনস্টাগ্রাম পোস্টে কাজে ফেরার আভাস দিয়েছিলেন কিয়ারা আডবানি। ক্যাপশনে লেখা ছিল- 'পরবর্তী অধ্যায় আরও আগুন হবে। কাজটা করেই ফেলি।' তখন থেকেই কৌতূহলী অনুরাগীরা। বেলা বাড়তেই মুম্বইয়ের এক সেটে উষ্ণ অবতারে দেখা গেল নায়িকাকে। মাতৃত্বের পর ওজন ঝরিয়ে একেবারে ছিপছিপে গড়নে ফিরে এসেছেন। পরনে কাঁধখোলা ডেনিম শার্ট আর শর্টসে কিয়ারার চেহারা যেন মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ। আর অভিনেত্রীর এহেন লুকই বর্তমানে 'টক অফ দ্য টাউন'।

জানা গেল, এদিন এক বিজ্ঞাপনী ভিডিওর শুটিং করেছেন কিয়ারা। আর কাজে ফিরেই সেটে প্রবেশের আগে উপস্থিত ফটোশিকারিদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানাতেও দেখা গেল তাঁকে। শুধু তাই নয়। কথোপকথনের মাঝে পাপারাজ্জিরা খুদে রাজকন্যের কথা জিজ্ঞাসা করলে তাঁদের ফিরিয়ে দেননি। বরং হাসিমুখে আকার-ইঙ্গিতে 'সুপারমম' কিয়ারা আডবানি জানালেন, 'মেয়ে ভালোই আছে।'

গত ১৫ জুলাই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যাসন্তান। হিসেব মতো খুদের বয়স এখন পাঁচ মাস। ছয়ে পড়ার আগেই সম্প্রতি সন্তানের নাম ঘোষণা করে সোশাল পাড়ায় শোরগোল ফেলে দেন বলিউডের 'স্টার' দম্পতি। সাধ করে একরত্তি নাম রেখেছেন- সারায়া মালহোত্রা। জানা গেল, হিব্রু শব্দ ‘সারাহ’ থেকে অনুপ্রাণিত হয়েই এই নামকরণ করেছেন তারকাদম্পতি। যার অর্থ, ‘ঈশ্বরের আশীর্বাদধন্যা রাজকন্যে’। মাতৃত্বকালীন বিরতি উপভোগ করার পর এবার কাজে যোগ দিলেন কিয়ারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাতৃত্বকালীন বিরতির পর সোমবার লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন অভিনেত্রী।
  • তার প্রাক্কালেই পাপারাজ্জিদের সঙ্গে হাসিমুখে কুশল-মঙ্গল বিনিময়ের পর মেয়ে সারায়াকে নিয়েও মুখ খুললেন কিয়ারা।
  • জানা গেল, এদিন এক বিজ্ঞাপনী ভিডিওর শুটিং করেছেন কিয়ারা।
Advertisement