সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর চারেকের বিশ্রামের পর আসমুদ্রহিমাচলকে কাঁপিয়ে রুপোলি পর্দায় প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন শাহরুখ 'পাঠান' খান। এরপর 'জওয়ান' ছাপিয়ে গিয়েছিল আগের ছবিটিকেও। ২০২৩ সালে পরপর দুটি ছবি হাজার কোটির ক্লাবে ঢুকে পড়েছিল। যদিও 'ডাঙ্কি' ততদূর সাফল্য পায়নি। কিন্তু সেখানেও অভিনয়ে মাত করেছিলেন শাহরুখ। কিন্তু সেই ছবি মুক্তির পরও কেটে গিয়েছে এক বছরের বেশি সময়। ফের অপেক্ষা দীর্ঘ হচ্ছে ফ্যানদের। অপেক্ষা শুরু হয়েছে 'কিং' নিয়ে। শিগগির ছবির শুটিং শুরু হওয়ার কথা। আর সেই ছবিতে দুর্দান্ত 'লার্জার দ্যান লাইফ' সব স্টান্ট করতে চলেছেন শাহরুখ। কিং খানের জীবনের সবচেয়ে বড় প্রোজেক্ট নাকি এটাই। স্বাভাবিক ভাবেই এমন খবরে উত্তেজনা আরও বেড়েছে ভক্তদের মধ্যে।

বিশিষ্ট ফিল্ম সাংবাদিক সুমিত কাদেল সোশাল মিডিয়ায় এক পোস্ট করে দাবি করেছেন, 'শাহরুখ খানের জীবনের সবচেয়ে বড় প্রোজেক্ট হতে চলেছে 'কিং'। পরিচালক সিদ্ধার্থ আনন্দ বেশ পাগলপারা অ্যাকশন সিকোয়েন্সের পরিকল্পনা করেছেন। অনিরুদ্ধও চমৎকার সব গান কম্পোজ করেছেন। শিগগির শুরু হবে শুটিং। সারা পৃথিবী জুড়েই চলবে চিত্রগ্রহণ।' তাঁর এই পোস্টের পর স্বাভাবিক ভাবেই উত্তেজিত শাহরুখ-ভক্তরা। 'বাদশাহ' এবার কোন রাজকীয় মেজাজে ধরা দেন পর্দায়, তা দেখতে মুখিয়ে রয়েছেন তাঁরা।
গত ডিসেম্বরেই জানা যায়, কিং ছবির পরিচালনার দায়িত্বে আর নেই ‘কাহানি’ খ্যাত পরিচালক সুজয় ঘোষ। বরং শাহরুখ এই ছবি তৈরি করার দায়িত্ব দিচ্ছেন ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দকে। তবে হঠাৎ কেন এই পরিচালক বদল, তা স্পষ্ট করেনি শাহরুখ অ্যান্ড টিম।
প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ। তবে এবার খবর, শুধু প্রযোজনা নয়, সিদ্ধার্থই পেয়েছেন পরিচালনার দায়িত্ব।
ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। বাকিটা দর্শকদের জন্য তোলা থাকছে বলেই মনে করা হচ্ছে। আপাতত ছবির শুটিং শুরু হলেই নতুন নতুন তথ্য হাতে আসবে বলে আশা সকলের। প্রতীক্ষা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।