সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুম্বন কাণ্ডের জেরে ফেব্রুয়ারি মাসের গোড়া থেকেই চর্চার শিরোনামে উদিত নারায়ণ (Udit Narayan)। মঞ্চে গান গাওয়ার মাঝেই তরুণীকে ঠোঁটঠাসা চুমু করে বিতর্কে জড়িয়েছিলেন গায়ক (Udit Narayan Kiss Controversy)। ভাইরাল ভিডিও দেখে বর্ষীয়াণ শিল্পীর এহেন আচরণে বেজায় ক্ষিপ্ত হয় নেটপাড়ার একাংশ। ভারতীয় সভ্যতা, সংস্কৃতির কথা মনে করিয়ে গায়ককে কম তুলোধনা করেনি নেটিজেন। সেই আবহেই মহাকুম্ভ গিয়ে প্রবীণ শিল্পীকে কটাক্ষ শুনতে হয়, 'চুমু কাণ্ডের পাপ ধুতে গিয়েছিলেন?' এবার উদিত নারায়ণের ঠোঁটঠাসা চুম্বন বিতর্কের পালে হাওয়া দিলেন মিকা সিং (Mika Singh)। গায়কের কথায়, "উনি তো আমারই ছাত্র"।

গানের পাশাপাশি ব্যক্তিগতজীবনের জন্য বরাবরই চর্চার শিরোনামে বিরাজ করেন মিকা সিং। যার জন্য তাঁকে 'কন্ট্রোভার্সি কিং'-এর তকমাও দেওয়া হয়েছে। তবে এহেন আখ্যা নিয়ে কোনও মাথাব্যাথা নেই মিকার। বরং সুর চড়িয়ে বললেন, "বড় তারকাদের নামের সঙ্গে বিতর্ক জুড়েই থাকে। তাই 'কন্ট্রোভার্সি কিং' ট্যাগ নিয়ে আমি অত মাথা ঘামাই না। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান থেকে আমির খান, তাবড় অভিনেতাদের তালিকায় এঁদের নিয়ে চর্চার অন্ত নেই। সকলেই খোঁজখবর রাখেন। আর দেখুন গায়কদের মধ্যে একমাত্র মিকা সিংয়েরই নাম শোনা যায়।" একথা প্রসঙ্গেই উদিত নারায়ণের চুম্বন কাণ্ড নিয়ে মুখ খোলেন মিকা সিং। তাঁর কথায়, "ঝুম্মা, চুম্মা আমার এক ছাত্র এসেছে। তাঁর নাম উদিত সাহাব। কোথাও না কোথাও উদিতজির মনেও আমার পুরনো চুমু বিতর্কের বিষয়টা রয়ে গিয়েছে। আমি তো তখন বাচ্চা ছিলাম। উদিতজি আপনাকে অনেক ভালোবাসা। দেখুন ওঁর মতো গায়কও আমাকে অনুসরণ করে। সকলে মিকা সিংয়ের মতো হতে চায়।" সম্প্রতি এক সাক্ষাৎকারে উদিতকাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন মিকা। সেখানেই এমন বিস্ফোরক কথা বললেন তিনি। এখানেই অবশ্য থামেননি মিকা।
তাঁর সংযোজন, "উদিতজির হয়তো মনে হয়েছিল, মিকা এরকম করেছে, এবার আমিও এরকম কিছু একটা করব। আমার তো মনে হয়, সকলেই বিশেষ করে গায়করা মিকা সিংয়ের মতো হতে চান। আসলে আমার সোয়্যাগটাই আলাদা। আমি তো এই সোয়্যাগটা শাহরুখ খানের থেকে শিখেছি। উনি যেমন তারকা, তার পাশাপাশি দুরন্ত কথাও বলতে পারেন। কত মানুষ ওঁর কথায় অনুপ্রেরণা খুঁজে পান।"
চুম্বনকাণ্ডের জেরেই নতুন করে চর্চার শিরোনামে প্রবীণ শিল্পী। ঠিক কী ঘটেছে? ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ। গাইছেন, ‘টিপ টিপ বরসা পানি।’ দর্শকাসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন তরুণী। এই ভিডিওটি সোশাল মিডিয়ায় বিদ্যুৎগতিতে ভাইরাল। বিতর্কের মধ্যেই আরেকটি ভিডিও ভাইরাল হয়, সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি! শোনা যায়, অতীতে নাকি মঞ্চে পারফরম্যান্সের মাঝেই অতর্কীতে কখনও অলকা ইয়াগনিক আবার কখনও বা শ্রেয়া ঘোষালকে অতর্কীতে চুম্বন করেছিলেন উদিত নারায়ণ। সেসব ‘কেচ্ছা-দৃশ্য’ও বর্তমানে নেটপাড়ার আতসকাচের তলায়। সেই আবহেই মহাকুম্ভে যোগ দিয়ে ফাঁপড়ে পড়েন গায়ক! তাঁকে ঘিরে কটু কথার ভিড় নেটপাড়ায়। এবার মিকা সিংও প্রবীণ শিল্পী উদিতকে তাঁর 'ছাত্র' বলে সম্বোধন করলেন।