সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে বড় স্বপ্ন নিয়ে বিনোদুনিয়ায় যাত্রা শুরু করেছিল উত্তরবঙ্গ থেকে আসা মেয়েটা। জীবনের প্রথম কাজেই সুযোগ হয়েছিল প্রবাদপ্রতিম পরিচালক ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় অভিনয় করার। কথা হচ্ছে টলিউডের নায়িকা মিমি চক্রবর্তীর।
২০১০ সালে 'পুপে' চরিত্রে 'গানের ওপার' ধারাবাহিকে দর্শকের মনে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন মিমি। তাঁর অভিনয় তো বটেই একইসঙ্গে মিমির ওই চরিত্রের সাজপোশাক, চুলের কায়দা সবটাই মন কেড়েছিল সেই সময়ের অষ্টাদশীর। ধারাবাহিক শেষ হয়েছে সময়মতো। বয়ে গিয়েছে নদী দিয়ে অনেক জল। কিন্তু 'পুপে' আজও সকলের পছন্দের। তার প্রমাণ মিল আর একবার।
সম্প্রতি সোশাল মিডিয়ায় জলপাইগুড়ি থেকে সেই সময়ের মিমির একটি ভিডিও পোস্ট করেছেন এমিলি সাঁতরা নামে এক ভক্ত। আর তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মিমি চক্রবর্তী। ধন্যবাদ জানিয়ে এক আবেগী পোস্টে পালটা মিমি লিখেছেন, 'আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে আমি এমন একটা ধারাবাহিকের অংশ হতে পেরেছিলাম। এই ধারাবাহিকের কথা আজও সকলে মনে করেন। জলপাইগুড়ি থেকে আমার এক বোন আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে। আমি এটা দেখে চোখের জল আটকে রাখতে পারিনি। ওকে অনেক ধন্যবাদ এমন একটা ভিডিও আমাকে পাঠানোর জন্য। আমার বয়স তখন ২০ বা ২১, আমি বুঝিনি যে দর্শক এতটা ভালোবাসবেন পুপেকে এত বছর পরও। তোমাকে মনে পড়ছে খুব ঋতু দা। ধারাবাহিকের পুরো টিমকে ধন্যবাদ আমাকে এরকম একটা চরিত্র করার সুযোগ দেওয়ার জন্য।'
