shono
Advertisement
Mimi Chakraborty

পরনে সাদা শাড়ি-নেটের ব্লাউজ, বোল্ড ছবি শেয়ার করে কার স্মৃতিতে ডুব দিলেন মিমি?

মিমির রূপের ছটায় চোখ ধাঁধিয়ে গিয়েছে নেটিজেনদের।
Published By: Sayani SenPosted: 07:50 PM May 04, 2025Updated: 07:50 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে দুধ সাদা শাড়ি সঙ্গে রংমিলান্তি নেটের ব্লাউজ। হালকা মেকআপ। হালকা লিপস্টিক। খোলা চুল। ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট মিমির। স্নিগ্ধতায় মুগ্ধ প্রায় সকলেই। তবে তাঁর ক্যাপশন থেকে যেন নজর সরছে না নেটিজেনদের।

Advertisement

ক্যাপশনে মিমি লেখেন, "চাঁদের আলো এবং স্মৃতিতে মোড়া।" প্রশ্ন উঠছে, কার স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী? কাউকে কি তিনি মিস করছেন? আবার নেটিজেনদের কেউ কেউ একধাপ এগিয়ে ভাবছেন, কারও সঙ্গে হয়তো চার হাত এক হতে চলেছে টলিপাড়ার সুন্দরীর। এই নিয়ে কাটাছেঁড়া যেমন চলছে, তেমনই আবার মিমির স্নিগ্ধতায় মুগ্ধ নেটিজেনরা। পরীর মতো লাগছে বলে দাবি করছেন বেশিরভাগ। কেউ কেউ তো আবার এই ছবিগুলি যিনি তুলেছেন, তাঁর কপাল নিয়ে হিংসা করছেন। বলছেন, ইসস! ক্যামেরার ওপ্রান্তে থাকতে পারলে কী না ভালো হত।

প্রসঙ্গত, গত মার্চ মাসেই মুক্তি পেয়েছে মিমি অভিনীত ‘ডাইনি’। সেই ওয়েব সিরিজ বহুল প্রশংসিত হয়েছে। ব্যতিক্রম শুধু পরমা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের ভিত্তিতে তৈরি হওয়া বিতর্ক। ঠোঁট ফিলার করিয়ে মিমির বিরুদ্ধে ভালো করে সংলাপ বলতে না পারার অভিযোগ এনেছিলেন পরমা। যদিও সেই বিতর্ক নিয়ে সোশাল মিডিয়ায় ঝড় বয়ে যায় সিরিজটিকে ‘যাত্রা টাইপ’ বলার জন্য। তবে মিমি কিংবা পরিচালক নির্ঝর মিত্র কেউই সেই বিতর্কে মন্তব্যে করে ঘৃতাহূতি দিতে চাননি। অভিনেত্রী মিমিও কোনওরকম শব্দ খরচ করেননি। তবে লিপস্টিক লাগানোর ছবি পোস্ট করেছিলেন। আর সেটা দেখেই একাংশের অনুমান, নায়িকা সম্ভবত কথা না বাড়িয়ে নিজের মতো করে উত্তর দিয়েছেন। যদিও সে বিতর্ক এখন অতীত। আপাতত যে খোশমেজাজে রয়েছেন মিমি, তা তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টেই স্পষ্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরনে দুধ সাদা শাড়ি সঙ্গে রংমিলান্তি নেটের ব্লাউজ।
  • হালকা মেকআপ। হালকা লিপস্টিক। খোলা চুল। ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট মিমির।
  • স্নিগ্ধতায় মুগ্ধ প্রায় সকলেই। তবে তাঁর ক্যাপশন থেকে যেন নজর সরছে না নেটিজেনদের।
Advertisement