shono
Advertisement
Mrunal Thakur-Dhanush

ধনুষের সঙ্গে বিয়ের গুঞ্জন ভুয়ো! পোস্ট করে কোন সত্যি জানালেন ম্রুণাল?

বিয়ের গুঞ্জন বাতাসে ঘুরে বেড়ালেও তাঁরা কেউই মুখ খোলেননি এই নিয়ে। এবার এই গুঞ্জনের মাঝেই ইঙ্গিতমূলক পোস্ট করলেন ম্রুণাল। কী বললেন তিনি সেই পোস্টে?
Published By: Arani BhattacharyaPosted: 10:37 PM Jan 17, 2026Updated: 10:37 PM Jan 17, 2026

কয়েকদিন ধরে বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে ধনুষ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন। সম্প্রতি শোনা যায় যে, চলতি বছরের ভ্যালেন্টাইনস ডে-তেই নাকি চারহাত এক হবে তাঁদের দু'জনের। তবে বিয়ের গুঞ্জন বাতাসে ঘুরে বেড়ালেও তাঁরা কেউই মুখ খোলেননি এই নিয়ে। এবার এই গুঞ্জনের মাঝেই ইঙ্গিতমূলক পোস্ট করলেন ম্রুণাল। কী বললেন তিনি সেই পোস্টে?

Advertisement

বিয়ের গুঞ্জনের মাজঘে প্রথম পোস্টে ম্রুণাল লেখেন, 'স্থির, উজ্জ্বল ও অটল'। এই ইঙ্গিতবাহী পোস্টের মাধ্যমেই বিয়ের গুঞ্জনে জল ঢেলেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন যে এই খবর একেবারেই ভুয়ো এবং ভিত্তিহীন। এবং এই গুঞ্জন তাঁকে একেবারেই বিচলতিত করতে পারেনি তা একটি বাক্য ব্যয় না করেও বুঝিয়ে দিয়েছেন। কোনওরকম মুখ না খুলে নিজের ব্যস্ততা ও নিজেকে ভাল রাখার বিষয়টিই নিজের পোস্টে স্পষ্ট করে দিয়েছেন ম্রুণাল। অন্যদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিয়ের বিষয়টি এড়িয়ে গিয়েছেন ধনুষ। তিনি বলেছেন, "এটা একেবারেই ভুইয়ো খবর। এর কোনও সত্যতা নেই।"

ধনুষ-ম্রুণালের অসমবয়সি প্রেম নিয়েও বেশ চর্চা হয়েছিল। প্রথমজনের বয়স ৪২। দ্বিতীয়জনের ৩৩। তবে বয়সের ফারাককে কাঁচকলা দেখিয়ে নাকি মাসখানেক ধরে একে-অপরে ডুবে রয়েছেন তাঁরা। মাঝেমধ্যেই ইতি-উতি জুটিকে দেখা যাচ্ছে! শোনা যায়, হায়দরাবাদের এক অনুষ্ঠান থেকেই ধনুষ-ম্রুণালের প্রেমের সূত্রপাত। পরবর্তীতে জল্পনা আরও জোরালো হয়, ধনুষ ও কৃতী শ্যাননের ‘তেরে ইশক মে’ সিনেমার ব়্যাপ পার্টিতে ম্রুণালকে দেখে। অন্যদিকে অভিনেত্রীর সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে অংশ নিতে মুম্বই ছুটে গিয়েছিলেন ধনুষও। ‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ার নাইটে ম্রুণালের পাশেই দেখা গিয়েছিল ধনুষকে। উল্লেখ্য, রজনীকান্তকন্যা তথা তামিল পরিচালক ঐশ্বর্যের সঙ্গে বিয়ে হয়েছিল ধনুষের। কিন্তু ২০২২ সালেই ১৮ বছরের দাম্পত্যে দাঁড়ি টেনেছেন তাঁরা। ফলে বছরখানেক ধরেই মুক্ত বিহঙ্গ ধনুষ। যদিও দুই সন্তান রয়েছে ধনুষ-ঐশ্বর্যের। যৌথভাবে তাঁদের দায়িত্বও পালন করনে প্রাক্তন দক্ষিণী তারকাদম্পতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement