সোমবার আচমকাই সকলকে চমকে দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিকে 'আলবিদা' জানান নেহা কক্কর (Neha Kakkar)। পেশাগতজীবনের পাশাপাশি ব্যক্তিগত সব দায়দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছিলেন গায়িকা। কাতর কণ্ঠে এদিন নেহা জানান, "সবকিছু থেকে বিরতি নেওয়ার কথা ভাবছি। আর কোনওদিন ফিরব কিনা জানি না!" আর গায়িকার এহেন মন্তব্য দাবানল গতিতে ভাইরাল হওয়ার পরই প্রশ্ন ওঠে, তাহলে কি অসমবয়সি দাম্পত্যে অসুখী নেহা কক্কর? নাকি, ছয় বছরের ছোট স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তাঁর সুখের ঘরকন্নায় ভাঙন ধরেছে? জল্পনা শুরু হতেই ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামলেন নেহা কক্কর।
ইনস্টাগ্রামে ধারাবাহিক পোস্টে ঠিক কী লিখেছিলেন, যার জন্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গায়িকার ডিভোর্স গুঞ্জন? নেহা কক্কর লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। এই মুহূর্তে বিরতি নেওয়া ছাড়া আর কিছু ভাবতে পারছি না। আদৌ আর কোনওদিন ফিরব কিনা আমি নিশ্চিত নই।” এখানেই শেষ নয়! পরের পোস্টে গায়িকা লেখেন, “পাপারাজ্জি এবং অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এইসময়ে আমাকে কেউ ক্যামেরাবন্দি করবেন না। আশা করি আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দেবেন। কোনও ক্যামেরা নয়, প্লিজ! এটা আমার অনুরোধ। আমার শান্তির জন্য আপনারা অন্তত আমাকে এটুকু রেহাই দিতেই পারেন।” এমন পোস্ট থেকেই স্পষ্ট হয় যে এবার 'নির্বাসনে'র পথে হাঁটতে চাইছেন নেহা কক্কর! কিন্তু কেন? সেটা নিয়েই যত ধোঁয়াশা! একাংশের অনুমান, নেহা-রোহনপ্রীত সম্ভবত এবার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন, সেকারণেই ভেঙে পড়েছেন গায়িকা! আদৌ কি তাই?
মাঠে নেমে নিজেই নিন্দুকদের জবাব ছুড়লেন নেহা কক্কর। তাঁর মন্তব্য, "দয়া করে আমার স্বামী আর পরিবারকে এই সবকিছুর মধ্যে জড়াবেন না। আমার স্বামী নিরীহ। আমার চেনা গণ্ডিতে আমার পরিবারের মানুষেরাই নিষ্পাপ। এবং আমি আজ যা কিছু, সেটা শুধুমাত্র ওরা পাশে ছিল বলেই সম্ভব হয়েছে।" তাহলে কার জন্যে নেহার চোখে জল? এপ্রসঙ্গে গায়িকা জানালেন, "আমি আসলে অন্য কিছু মানুষ এবং এই সিস্টেমের উপর ক্ষুব্ধ। আশা করি আপনারা এটা বুঝবেন এবং এবং আমার স্বামী-পরিবারকে এই চর্চা থেকে দূরে রাখবেন।" এহেন আবেগপ্রবণ পোস্ট দেখে এনেকেই জানতে চেয়েছিলেন এটা কি নেহা কক্করের নতুন 'পাবলিসিটি স্টান্ট'? কটাক্ষের মুখে নেহার সাফাই, "আমি স্বীকার করছি যে, সোশাল মিডিয়ায় এত আবেগপ্রবণ হওয়া উচিত হয়নি আমার। আমার মানসিক অবস্থার জন্যেই আমি পোস্টগুলি করেছিলাম। তবে এত উদ্বেগ সৃষ্টি করার জন্য আমি দুঃখিত।"
