shono
Advertisement
Shah Rukh Khan

শাহরুখের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ধুন্ধুমার! মেজাজ হারিয়ে ফোন কাড়লেন কিং, ভাইরাল ভিডিও

অনুষ্ঠান চালাকলীন যে এমন অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হবে, সেটা বোধহয় বাদশারও কল্পনাতীত ছিল! আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে।
Published By: Sandipta BhanjaPosted: 10:55 AM Jan 20, 2026Updated: 01:38 PM Jan 20, 2026

২০২৬ সালের জয় অ্যাওয়ার্ডসে যোগ দিতে সম্প্রতি দুবাইয়ে উড়ে গিয়েছিলেন বাদশা। সেই অনুষ্ঠানেই 'কিং' স্টাইলে চার্মিং ব্যক্তিত্বে চিরাচরিতভাবে সকলের মন জয় করেন শাহরুখ খান। কিন্তু অনুষ্ঠান চালাকলীন যে এমন অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হবে, সেটা বোধহয় বাদশারও কল্পনাতীত ছিল! আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে। যে ভিডিও নিয়ে চলছে তুমুল কাটাছেঁড়াও।

Advertisement

ঠিক কী ঘটেছে? রিয়াদের জয় অ্যাওয়ার্ডস অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, কিং খান জনৈকর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। আর বলিউডের বাদশাকে এমন হাতের নাগালে পেয়ে বিশ্বের যে কেউই যে সেই মুহূর্ত মুঠোফোনে বন্দি করার সুযোগ হাতছাড়া করবেন না, তেমনটা বলাই বাহুল্য। ওই অনুরাগীও সেপথেই পা বাড়িয়েছিলেন। কিন্তু বিষয়টি মোটেই ভালো লাগেনি কিং খানের। অতঃপর তড়িঘড়ি ওই ভক্তের হাত থেকে ফোন কেড়ে নেন তিনি। এখানেই শেষ নয়! অনুষ্ঠানের আরেক উদ্যোক্তা ছবি তুলতে এলে, মোবাইল-সহ ওই ব্যক্তিরও হাত ধরে নিচে নামিয়ে দেন শাহরুখ। তবে অনুরাগীদের ছবি তোলার সাধপূরণ করতে ভোলেননি তিনি। পরক্ষণেই কিং খান যা করলেন, তাতে আবারও প্রমাণ হল কেন শত সহস্র অনুরাগীদের মনের মণিকোঠার বাদশা তিনি?

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, খুব শান্তভাবেই ওই দুই অনুরাগীকে পেশাদার ফটোগ্রাফারদের দিকে তাকাতে বলেন শাহরুখ খান। তারপর হাসিমুখে তাঁদের সঙ্গে ছবি তোলেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই দ্বিখণ্ডিত নেটপাড়া। একাংশ যখন কিং খানের মেজাজ হারানোর বিষয়টিকে 'অহমবোধ' বলে সমালোচনায় লিপ্ত হয়েছেন, তখন আরেকাংশ আবার চোখে আঙুল দিয়ে শাহরুখের ধৈর্যের নিদর্শন দেখিয়ে দিলেন। বাদশা ভক্তদের কথায়, 'তিনি তো নিয়মকানুনই অনুসরণ করছিলেন ভুলটা কোথায় করলেন?'

আসলে বাদশার দর্শন পাওয়া এখন মহার্ঘ্য! একুশ সালে ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডের পর থেকেই পাপারাজ্জিদের তেমন আমল দেন না শাহরুখ খান। বলিউডের হাইপ্রোফাইল পার্টিতেও পৌঁছন গভীর রাতে। আর প্রকাশ্য দিবালোকে ছবিশিকারীদের লেন্সকে আড়াল করতে তাঁর হাতিয়ার পেল্লাই আকৃতির কালো ছাতা এবং মুখের মাস্ক! বেশ কয়েকবার কিং খানকে নাগালে পাওয়া গেলেও কালো কাচে ঢাকা গাড়ি থেকে তাঁকে ফ্রেমবন্দি করতে পারেননি ছবিশিকারীরা। বাদশার 'জলওয়া' দেখার একমাত্র উপায় এখন অনুষ্ঠানের মঞ্চ। তাই বোধহয় আগ বাড়িয়ে সেলফি তুলতে গিয়ে বিপাকে পড়েন ওই দুই অনুরাগী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement