বলিউডে কোণঠাসা হওয়ার পর 'পাততাড়ি গুটিয়ে' অভিনেত্রী এখন হলিউডের জনপ্রিয় মুখ। অ্যাকেডেমি পুরস্কার হোক কিংবা গোল্ডেন গ্লোব, বিশ্বদরবারে সম্মানিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচাতেও প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি নিয়ে 'ফিসফাসে'র অন্ত নেই। দেশি গার্ল যে বর্তমানে 'গ্লোবাল' হয়ে উঠেছেন, তা বললেও অত্যুক্তি হয় না! আঠেরো বছর বয়সে বিশ্বসুন্দরীর মুকুট পরার পরই লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে প্রস্তাব আসা শুরু করে প্রিয়াঙ্কার কাছে। তার পর বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকার লড়াই শুরু। তবে মা মধু চোপড়ার সাহচর্যেই যে আজ হলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করতে পেরেছেন তিনি, সেকথা বহুবার বহু সাক্ষাৎকারে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে শক্ত হাতে মেয়ের কেরিয়ারের রাশ টানলেও ছেলে সিদ্ধার্থ চোপড়ার দিকে একেবারেই নজর দিতে পারেননি মধু। আর সেই অনুশোচনাই জীবনভর তাঁকে তাড়া করে বেড়ায়।
এক সাক্ষাৎকারে মধু চোপড়া জানান, প্রিয়াঙ্কার (Priyanka Chopra) এমন গগনচুম্বী সাফল্যের খেসারত দিতে হয়েছে তাঁর ভাই সিদ্ধার্থ চোপড়াকে। কীরকম? মেয়ের ফিল্ম কেরিয়ারের গোড়া থেকেই সবসময়ে পাশে থেকেছেন মধু। আজ শুটিং তো কাল দূরদেশে কোনও ফ্যাশন ইভেন্ট, প্রিয়াঙ্কাকে সবসময়ে আগলে রাখতে তাঁর সফরসঙ্গী হতে হতে হয়েছে মা মধু চোপড়াকে। ফলত, ছেলে সিদ্ধার্থের দিকে খুব একটা নজর দিতে পারেননি। অন্যদিকে প্রিয়াঙ্কার বাবাও নিজের ডাক্তারি পেশা নিয়ে ব্যস্ত ছিলেন। অতীতের সেসব কথা ভাগ করে নিতে গিয়েই আক্ষেপের সুরে 'দেশি গার্লে'র মা মধু বলেন, "আমি সবসময়ে প্রিয়াঙ্কার সাথেই থাকতাম। তাই সিদ্ধার্থ একপ্রকার একাই বড় হয়েছে। ও তখন কিশোর। এদিকে ওদের বাবাও (অশোক চোপড়া) নিজের পেশা নিয়ে ব্যস্ত ছিলেন। সেইজন্যেই আমার মাঝেমধ্যে মনে হয়, প্রিয়াঙ্কার কেরিয়ার গড়তে গিয়ে 'কোল্যাটারাল ড্যামেজ'-এর শিকার হতে হয়েছে সিদ্ধার্থকে।" এখানেই অবশ্য থামেননি অভিনেত্রীর মা!
মধু চোপড়ার সংযোজন, "আজও যখন সিদ্ধার্থকে রোজ লড়তে দেখি, ভাবি, ঈশ্বরের আশীর্বাদে আমার দুই দায়িত্ববাণ সন্তান রয়েছে। যারা আমাকে ভালোবাসে এবং আমার যত্ন নেয়।" অভিনেত্রীর মায়ের এহেন মন্তব্য ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি চোপড়া পরিবারে চিড় ধরেছে? জল্পনা শুরু হতেই জানা গেল, অতীতে এক সাক্ষাৎকারে এমন আক্ষেপ করেছিলেন মধু চোপড়া। তবে প্রিয়াঙ্কার 'ব্লাফ' লুক নিয়ে যখন সিনেদুনিয়ায় তুমুল চর্চা, সেই আবহেই ফের ভাইরাল অতীত মন্তব্য। আসলে প্রিয়াঙ্কা চোপড়ার বাবা অশোক চোপড়া এবং মা মধু চোপড়া দু'জনেই ভারতীয় সেনাবাহিনীতে ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। ভাই সিদ্ধার্থ বর্তমানে লন্ডনে থাকেন। বিয়ের পর নতুন ইনিংস শুরু করেছেন। অন্যদিকে মধু চোপড়াকে মেয়ে-জামাই নিক-প্রিয়াঙ্কার সাথেই বেশি দেখা যায়।
