shono
Advertisement

Breaking News

Jisshu Sengupta

নতুন বছরে নতুন পথচলা শুরু যিশু-সৌরভের, কোন সুখবর শোনালেন দুই সেলেব?

যিশু-সৌরভের বন্ধুত্ব টলিপাড়ার অন্যতম চর্চিত বিষয়।
Published By: Manasi NathPosted: 11:10 AM Apr 15, 2025Updated: 11:10 AM Apr 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের বন্ধুত্ব টলিপাড়ায় সর্বজনবিদিত। দুই অভিনেতার মধ্যে অভিনয়, ক্রিকেট ছাড়াও আরও একটা মিল রয়েছে। তা হল দুজনেই মানুষকে আনন্দে রাখতে চেষ্টার ত্রুটি রাখেন না। নানাভাবে দর্শকদের কাছে উপভোগ্য করে তোলেন নিজেদের কথোপকথন, অভিনয়ে। দুই অভিনেতার সোশাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাবে, বিগত কয়েকদিন ধরেই তাঁরা ডিসি কমিক্সের জনপ্রিয় সংলাপ 'হোয়াই সো সিরিয়াস' ক্যাপশনে একাধিক রিলস ভিডিও পোস্ট করেছেন। সম্প্রতি সেই ভিডিওয় যোগ দিয়েছেন পরিচালক মহেশ ভাট। তাঁরা কি এভাবে নতুন কোনও ছবির প্রচার করছেন? নাকি দুই অভিনেতা মহেশ ভাটের পরিচালনায় কাজ করলেন? স্বভাবতই নেটিজেনদের মনে কৌতূহল তুঙ্গে। অবশেষে সব প্রশ্নের উত্তর মিলল যিশুর নতুন পোস্টে।

Advertisement

 

এবার যিশু আর সৌরভ - টলিপাড়ার দুই বন্ধু মিলে নতুন প্রযোজনা সংস্থা চালু করলেন। নাম রেখেছেন 'হোয়াই সো সিরিয়াস'। এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক মহেশ ভাটও। শুধু বাংলা নয়, এই প্রযোজনা সংস্থা কাজ করবে সর্বভারতীয় স্তরেও। নববর্ষের সকালে অনুরাগী নেটিজেনদের এই সুখবর দিয়েছেন যিশু সেনগুপ্ত। সংবাদমাধ্যমকে বর্ষীয়ান পরিচালক জানিয়েছেন, "যিশুর অনুরোধ আমি ফেলতে পারিনি।" তবে কি এই প্রযোজনা সংস্থার মেন্টরের ভূমিকায় থাকেবন বর্ষীয়ান পরিচালক? সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি তিনি।

প্রসঙ্গত, সেলিব্রিটি ক্রিকেট লিগে বাংলা টিমে যিশুর নেতৃত্বে খেলেন সৌরভ। একসময় খেলায় মাঠে সৌরভের আচরণে কষ্ট পেয়েছিলেন যিশু। ঘটনার পরিপ্রেক্ষিতে যিশুর কাছে ক্ষমা চেয়েছিলেন সৌরভ। তারপরই ধীরে ধীরে তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বের সূত্র ধরেই এবার নতুন পথচলা শুরু করলেন দুই অভিনেতা। খুব শীঘ্রই নিজেদের প্রযোজনায় প্রথম বাংলা ছবির ঘোষণা করবেন প্রযোজক যিশু ও সৌরভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুই অভিনেতার সোশাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাবে, বিগত কয়েকদিন ধরেই তাঁরা ডিসি কমিক্সের জনপ্রিয় সংলাপ 'হোয়াই সো সিরিয়াস' ক্যাপশনে একাধিক রিলস ভিডিও পোস্ট করেছেন।
  • সম্প্রতি সেই ভিডিওয় যোগ দিয়েছেন পরিচালক মহেশ ভাট।
  • এবার যিশু আর সৌরভ- টলিপাড়ার দুই বন্ধু মিলে নতুন প্রযোজনা সংস্থা চালু করলেন- নাম রেখেছেন 'হোয়াই সো সিরিয়াস'।
Advertisement