shono
Advertisement
Salman Khan

'সিকন্দর' ছবির প্রোমোশনে কাটছাঁট সলমনের, তাড়া করছে বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্ক?

'সিকন্দর' ছবির টিকিটের অগ্রিম বুকিংয়ের হিড়িক পড়ে গিয়েছে।
Published By: Sayani SenPosted: 02:05 PM Mar 22, 2025Updated: 02:05 PM Mar 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্রিম বুকিংয়ের হিড়িক পড়ে গিয়েছে। 'শত্রুদের ত্রাস, দুঃস্থদের রবিনহুড' সলমনকে দেখার অপেক্ষায় অনুরাগীরা। তা সত্ত্বেও ছবির প্রোমোশনের কোনও আয়োজন নেই। কোথাও দেখা যাচ্ছে না সলমনকে। তবে কি বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ভাইজানকে? বি টাউনে তুঙ্গে জল্পনা।

Advertisement

চব্বিশের গোটা বছরটা আতঙ্কে কাটিয়েছেন ভাইজান ও তাঁর পরিবার। এমনকী তাঁদের বান্দ্রার অ্যাপার্টমেন্টেও হামলা চালায় বিষ্ণোই গ্যাং। তবে কাজ না থামিয়ে নিরাপত্তা বাড়িয়েছেন বলিউড সুপারস্টার। দুবাই থেকে আনা বুলেটপ্রুফ গাড়িই এখন তাঁর বাহন। সঙ্গে থাকছে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা। আবার বছরের শুরুতেই নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তিতে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট মুড়েছেন সলমন। শুটিং সেটেও তাঁর নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছিল। প্রাথমিকভাবে যদিও অতিরিক্ত নিরাপত্তা অন্যান্য কলাকুশলীদের জন্য বিরক্তের কারণ হয়ে উঠেছিল। যদিও পরে তা রুটিনে পরিণত হয়ে যায়। প্রোমোশনে সলমনের গরহাজিরাও নিরাপত্তাজনিত কারণে বলেই মনে করা হচ্ছে।

গত ১৪ মার্চ ছিল আমির খানের ৬০ তম জন্মদিন। তার আগের রাতে মিস্টার পারফেকশনিস্টের বাড়িতে দেখা গিয়েছিল সলমনকে। এরপর আর কোথাও নাকি দেখাই যায়নি ভাইজানকে। আগামী ৩০ মার্চ মুক্তি পাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালা এবং এ আর মুরুগাদোসের 'সিকন্দর'। তা সত্ত্বেও তাঁর দেখা না মেলায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অনুরাগীরা। ছবি মুক্তির আগে প্রোমোশনের জন্য নাকি ডিজিটাল প্ল্যাটফর্মের উপরই বেশি গুরুত্ব দিচ্ছেন ভাইজান। বলে রাখা ভালো, এর আগে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানও বাতিল করে দেওয়া হয় শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অগ্রিম বুকিংয়ের হিড়িক পড়ে গিয়েছে। 'শত্রুদের ত্রাস, দুঃস্থদের রবিনহুড' সলমনকে দেখার অপেক্ষায় অনুরাগীরা।
  • তা সত্ত্বেও ছবির প্রোমোশনের কোনও আয়োজন নেই। কোথাও দেখা যাচ্ছে না সলমনকে।
  • তবে কি বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ভাইজানকে? বি টাউনে তুঙ্গে জল্পনা।
Advertisement