সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঞ্জি জাম্পিং করতে গিয়েই বিপত্তি! খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরা ফতেহির (Nora Fatehi)? এক দুর্ঘটনার ভাইরাল ভিডিও ঘিরে মারাত্মক শোরগোল বিটাউনে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নায়িকার মৃত্যুসংবাদ। দিন কয়েক আগেই লস অ্যাঞ্জলসের দাবানল থেকে কোনওরকমে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছেন নোরা। তার দিন কয়েক বাদেই এহেন মারাত্মক দুর্ঘটনার খবর! উদ্বিগ্ন মডেল-অভিনেত্রী ভক্তরা।
এক বেনামি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বাঞ্জি জাম্পিংয়ের ভিডিও ভাইরাল করে দাবি করা হয়েছে, খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরা ফতেহির। এমন খবর ছড়াতেই নড়েচড়ে বসে অভিনেত্রীর টিম। বলিউড মাধ্যম সূত্রে খবর, এই ভিডিও বহু পুরনো। আর এই ভিডিওতে যে মহিলাকে দেখা গিয়েছে, তিনি নোরা ফতেহি নন। এদিকে মৃত্যুর ভুয়ো খবর ছড়ানো নিয়ে কোনও মাথাব্যথা নেই অভিনেত্রী। দিব্যি রয়েছেন তিনি। নোরার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যাবে, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ২৪ ঘণ্টা আগেই একটি ভিডিও শেয়ার করেছেন অনুরাগীদের জন্য।
নোরা অবশ্য প্রথম নন। এই ভুয়ো মৃত্যুর খবরের গেড়াকলে অতীতে পড়তে হয়েছিল খোদ অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রজনীকান্ত থেকে মাধুরী দীক্ষিতকেও। যদিও স্বমহিমায় এখনও তাঁরা রাজত্ব করে যাচ্ছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবার তেমনই অনভিপ্রেত ঘটনার শিকার নোরা ফতেহি। অভিনেত্রী বর্তমানে তাঁর নতুন কাজ 'স্ন্যাক'-এর সাফল্যে মজে। সম্প্রতি বলিউডে দশ বছর পূর্ণ করেছেন তিনি। বলিউডের 'আইটেম গার্ল' বলতে এখন মালাইকার পর নোরা ফতেহির নামই নেওয়া হয়। বলিউডের অন্যতম ব্যস্ত তারকাও তিনি। অভিনয়, বিভিন্ন সিনেমার আইটেম নম্বর থেকে রিয়ালিটি শোয়ের বিচারকের আসনেও নোরা হিট! অতঃপর তাঁর মৃত্যুর খবরে অনুরাগীরা যে বিচলিত হবেন, সেটাই স্বাভাবিক।
