shono
Advertisement
Mimi-Nusrat

নতুন বছরের পার্টির জন্য নুসরতের প্রস্তুতি তুঙ্গে, মিমির ভিডিওতে চব্বিশের স্মৃতি

বছরের শেষ দিন কীভাবে কাটাচ্ছেন টলিপাড়ার দুই নায়িকা?
Published By: Suparna MajumderPosted: 07:16 PM Dec 31, 2024Updated: 09:06 PM Dec 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের চাকায় ঘূর্ণি। চব্বিশের ক্যালেন্ডার শেষ। শুরু ২০২৫-এর কাউন্টডাউন। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি নুসরত জাহান। ৩১ ডিসেম্বরের রাতে নায়িকার মনে একটাই কথা, 'পার্টি তো বনতা হ্যায়।' কেমন প্রস্তুতি চলছে? শেয়ার করলেন ভিডিও। এদিকে মিমি চক্রবর্তীর ভিডিওতে ২০২৪ সালের স্মৃতি। সেরা মুহূর্তগুলোর স্মৃতি শেয়ার করলেন টলিউডের 'দুষ্টু কোকিল'।

Advertisement

'২০২৪ সালের শেষ দিনের জন্য প্রস্তুত', এই কথা লিখেই ভিডিও আপলোড করেছেন নুসরত। নায়িকার চোখেমুখে আনন্দের উচ্ছ্বাস। বছরশেষে ব্ল্যাক ড্রেসই বেছে নিলেন নায়িকা। তাতে আবার উজ্জ্বল সোনালি কাজ। সঙ্গে ম্যাচিং জুয়েলারি। রেড হট শু পার্টি লুকের জন্য বেছে নিয়েছেন নুসরত। নায়িকার হাতে ওয়াইন গ্লাস আর স্ট্রবেরি।

 

মিমির ২০২৪ সালের ক্যালেন্ডারে রটনা নয়, নানা ঘটনার ঠাঁই। নুসরতের মতো এবারে মিমিও লোকসভার প্রার্থী হননি। তাঁর বদলে সিনেমা, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন আর মডেলিংয়ে মন দিয়েছেন অভিনেত্রী। বাংলাদেশের 'ভাইজান' শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে তুলেছেন 'তুফান'। সেই সমস্ত স্মৃতিই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

 

নতুন বছরে মিমিকে দেখা যাবে হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ 'ডাইনি'তে। নির্ঝর মিত্র পরিচালিত সিরিজে সমাজেন কুক্ষিগত মানসিকতাকে চ্যালেঞ্জ জানাবেন অভিনেত্রী। এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে, আবারও যশ দাশগুপ্তর সঙ্গে এক সিনেমায় নুসরত জাহান। এবার নিজেদের প্রযোজনায় তাঁরা আনছেন নতুন সিনেমা 'আড়ি'। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায়কে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩১ ডিসেম্বরের রাতে নুসরতের মনে একটাই কথা, 'পার্টি তো বনতা হ্যায়।'
  • এদিকে মিমি চক্রবর্তীর ভিডিওতে ২০২৪ সালের স্মৃতি।
Advertisement