সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেহা কক্করের মেলবোর্নের অনুষ্ঠান নিয়ে নানা মহলে চলছে জোর আলোচনা। সম্প্রতি এই বিষয়ে নীরবতা ভাঙেন গায়িকা। তবে পালটা এবার নেহার বিরুদ্ধে মুখ খুললেন আয়োজকরা।

আয়োজকদের দাবি, নেহা চূড়ান্ত 'অপেশাদার'। এমন শিল্পীকে অনুষ্ঠানের জন্য় ডাকাই নাকি উচিত হয়নি তাঁদের। নেহা টাকা নেওয়ার পরেও দুর্ব্যবহার করেছেন বলেই দাবি। যা অস্ট্রেলিয়ার নিয়ম বহির্ভূত। তার ফলে কমপক্ষে ৪.৫২ কোটি টাকা ক্ষতি হয়েছে। তাই দোষারোপ না করে নেহারই আয়োজক সংস্থাকে টাকা ফেরত দেওয়া উচিৎ বলেই দাবি।
মেলর্বোনের ওই অনুষ্ঠানে কমপক্ষে ৩ ঘণ্টা দেরি করে পৌঁছেছিলেন নেহা। অপেক্ষা করতে করতে ধৈর্যের বাঁধ ভাঙে শ্রোতাদের। তাই গায়িকা মঞ্চে পৌঁছনোর পর 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন। তাতেই কেঁদে ফেলেন গায়িকা। এরপর সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেহা। তিনি দাবি করেন, তাঁদের জন্য আয়োজক সংস্থা কোনও ব্যবস্থাই করেনি। খাবার থেকে হোটেল কোনও বন্দোবস্তই করা হয়নি। যদিও আয়োজক সংস্থা সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। প্রমাণস্বরূপ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়। আয়োজক সংস্থার দাবি, বিমানবন্দরেই নেহার জন্য গাড়ির বন্দোবস্ত ছিল। বিমানবন্দরে পৌঁছে গায়িকা তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। ওই গাড়িতে করেই গন্তব্যে পৌঁছন।