shono
Advertisement
Orry

মাদককাণ্ডে পুলিশি তলবেও হুঁশ নেই! বুক ঠুকে ট্র্যাভিসের কনসার্টে ওরি, ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও ঘিরে কটাক্ষের ঝড়!
Published By: Sandipta BhanjaPosted: 03:15 PM Nov 20, 2025Updated: 03:16 PM Nov 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫২ কোটির মাদক মামলায় আইনি বিপাকে ওরহান আত্রামানি ওরফে ওরি। সদ্য মুম্বই পুলিশের অ্যান্টি নারকোটিক্স বিভাগের তরফে সমন পাঠিয়ে বলিউডের 'সেলেব ইনফ্লুয়েন্সার'কে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার নির্দেশ হয়েছে। তবে বিতর্কে জড়ালেও হুঁশ নেই ওরির! বুধবার রাতে ট্র্যাভিস স্কটের কনসার্টে ক্যামেরাবন্দি হল ওরির 'মোচ্ছবে'র দৃশ্য। যা দেখে শোরগোল নেটভুবনে।

Advertisement

বুধবার ট্র্যাভিসের কনসার্ট থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বন্ধুবান্ধবের সঙ্গে নাচেগানে মেতে ওরি। পরনে স্যান্ডো গেঞ্জি। ঝুটি করে বাঁধা চুল। কাঁধে স্লিং ব্যাগ। বন্ধুবেষ্টিত ওরি 'এনার্জেটিক নাচে' মত্ত। আর সেই ভিডিও ভাইরাল হতেই নেটভুবনের একাংশের কটাক্ষ, 'লজ্জা নেই!' কেউ বা কটুক্তি করে বললেন, '২৫২ কোটির মাদক মামলায় নাম জড়ানোর পরও এত এনার্জি?' এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে ওই ভিডিওর কমেন্টবক্স।

প্রসঙ্গত, গত ২০২৪ সালের মার্চ মাসে তদন্তকারীরা সাংলি থেকে মেফিড্রোন বা এমডি নামে পরিচিত ১২৫.১৪ কেজি মাদক বাজেয়াপ্ত করে। যার বাজারমূল্য কমপক্ষে ২৫২ কোটি টাকা। এই ঘটনায় অক্টোবরে দুবাই থেকে মহম্মদ সেলিম, মহম্মদ সুহেল শেখ নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় ধৃতেরা জানায়, মায়ানগরীর বিভিন্ন প্রান্তের রেভ পার্টিতে ওই মাদক সরবরাহ করত তারা। যে পার্টিগুলিতে নাকি যাতায়াত ছিল বহু তাবড় তারকার। ধৃত মহম্মদ সুহেশ শেখ মাদক কারবারির কিংপিন সেলিম ডোলা ঘনিষ্ঠ বলেই খবর। এদিকে সেলিম ডোলা দাউদ ইব্রাহিম গোষ্ঠীর। আর সেসমস্ত 'বিতর্কিত' পার্টিতে যাওয়ার জন্য এবার পুলিশের ব়্যাডারে ওরি। এর আগে নোরা ফতেহির সঙ্গে দাউদ যোগ নিয়েও জলঘোলা কম হয়নি। তার মাঝেই ওরিকে তলব করা হল।

আম্বানিদের মেগাবাজেট অনুষ্ঠান হোক বা মণীশ মালহোত্রার প্রি-দিওয়ালি পার্টি, বি-টাউনের হেন কোনও অনুষ্ঠান নেই যেখানে তাঁর উপস্থিতি চর্চিত হয় না! রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর, নাইসা দেবগন, সকলের প্রিয় ওরহান আত্রামানি ওরফে ওরি। কখন কাকে কী বলেন?… বলিপাড়ার এই 'সেলেব ইনফ্লুয়েন্সার'কে নিয়ে পাপারাজ্জিরাও তটস্থ হয়ে থাকেন। এবার ২৫২ কোটির মাদক মামলায় সমন পাওয়ার পর ফের চর্চায় ওরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৫২ কোটির মাদক মামলায় আইনি বিপাকে ওরহান আত্রামানি ওরফে ওরি।
  • সদ্য মুম্বই পুলিশের অ্যান্টি নারকোটিক্স বিভাগের তরফে সমন পাঠিয়ে বলিউডের 'সেলেব ইনফ্লুয়েন্সার'কে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার নির্দেশ হয়েছে।
  • বুধবার রাতে ট্র্যাভিস স্কটের কনসার্টে ক্যামেরাবন্দি হল ওরির 'মোচ্ছবে'র দৃশ্য। যা দেখে শোরগোল নেটভুবনে।
Advertisement