shono
Advertisement
Humaira Asghar

পাকিস্তানি নায়িকার রহস্যমৃত্যু! পচাগলা দেহ উদ্ধার প্রতিরক্ষা দপ্তরের আবাসন থেকে

মডেল-অভিনেত্রীর মৃত্যুতে তোলপাড় পাকিস্তান!
Published By: Sandipta BhanjaPosted: 03:34 PM Jul 09, 2025Updated: 03:45 PM Jul 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষা দপ্তরের আবাসন থেকে উদ্ধার হুমাইরা আসগর আলির পচাগলা দেহ। পাক মুলুকের বিনোদুনিয়ায় মডেল-অভিনেত্রী হিসেবে হুমাইরা রীতিমতো জনপ্রিয় নাম। আর বন্ধ দরজার ভিতর থেকে এবার সেই অভিনেত্রীরই রহস্যজনক মৃত্যুর খবর প্রকাশ্যে আসায় তোলপাড় পাকিস্তান।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্তত দু' সপ্তাহ আগে হুমাইরা আসগর আলির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, করাচির প্রতিরক্ষা দপ্তরের আবাসনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হুমাইরার দেহ। ওই ৩২ বছর বয়সি মডেল-অভিনেত্রী আবাসনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে। পাক মুলুকের পুলিশ আধিকারিক সইদ আসাদ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, হুমাইরা আসগর আলির পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। তবে এই রহস্যমৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, ভাড়া বকেয়া থাকায় অবিলম্বে হুমাইরাকে ওই সরকারি আবাসনের ফ্ল্যাট ছেড়ে দিতে বলা হয়েছিল। তবে নায়িকার তরফে কোনও প্রতিক্রিয়া পাননি ফ্ল্যাটের মালিক। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি। শেষমেশ মঙ্গলবার দুপুর ৩টে ১৫ নাগাদ ওই ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ পচা গন্ধ পায়। পরে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকতেই দেখেন গন্ধ আরও তীব্র। এরপরই হুমাইরা আসগর আলির পচাগলা দেহ করেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অতঃপর প্রাথমিকভাবে বাইরে থেকে ফ্ল্যাটে ঢুকে কারও খুন করার সম্ভাবনা নেই বলেই মনে করছে পুলিশ। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা বহাল। ইতিমধ্যেই মডেল-অভিনেত্রীর দেব ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে ফরেনসিক দলও। জানা গেল, ওই ফ্ল্যাটে একাই থাকতেন হুমাইরা আসগর আলি। চলতি বছরের শুরু থেকেই মাসিক ভাড়া দেওয়া বন্ধ করেছিলেন তিনি। কেন ভাড়া দিতে পারছিলেন না তিনি? নিকট আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement