shono
Advertisement

তুমি রবে নীরবে... স্ত্রী শেফালিকে হৃদয়ে বেঁধে রাখতে বুকে ট্যাটু করালেন পরাগ ত্যাগী

২৭ জুন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ‘কাঁটা লাগা গার্ল’।
Published By: Arani BhattacharyaPosted: 03:44 PM Aug 17, 2025Updated: 05:22 PM Aug 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ জুন প্রয়াত হয়েছেন মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালা। তাঁর মৃত্যুর পর থেকেই বিভিন্ন সময় তাঁর স্মৃতিচারণায় বুঁদ হয়েছেন তাঁর স্বামী পরাগ ত্যাগী। না ফেরার দেশে পাড়ি দেওয়া শেফালিকে নিজের কাছে রাখতে এবার নিজের বুকে শেফালির মুখ ট্যাটু করলেন পরাগ।

Advertisement

সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে শান্তভাবে শেফালির ছবি নিজের বুকে ট্যাটু করাচ্ছেন পরাগ। নেই তাঁর মুখে উল্কি করাকালীন কোনও কষ্টের ছাপ। শেফালির যে মুখ পরাগ ট্যাটু করাচ্ছেন তা তাঁদের বাড়িতেও সুন্দর ফ্রেম করে বাঁধানো রয়েছে। এই বিষয় আগেই নেটিজেনদের চোখে পড়েছে। বুকের বাঁদিকে নিজের ভালোবাসার মানুষ পরীকে বেঁধে রাখলেন এভাবেই পরাগ। উল্লেখ্য কিছুদিন আগেই শেফালী ও পরাগের বিবাহবার্ষিকী। সেদিনও একইভাবে নিজের ভালোবাসার মানুষের স্মৃতিতে বুঁদ হয়েছিলেন পরাগ।

 

উল্লেখ্য, ২৭ জুন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা। মাত্র ৪২ বছর বয়সেই হয়েছে জীবনের ছন্দপতন। আচমকা মডেল-অভিনেত্রী শেফালির মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর স্বামী পরাগ ত্যাগী। চোখের নিমেষে দিন কেটে গেলেও তাঁর স্বামী পরাগ ত্যাগী এখনও তাঁর প্রিয় পরীর মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁর মৃত্যুর পর থেকেই বিভিন্ন সময় তাঁর স্মৃতিচারণায় বুঁদ হয়েছেন তাঁর স্বামী পরাগ ত্যাগী।
  • না ফেরার দেশে পাড়ি দেওয়া শেফালিকে নিজের কাছে রাখতে এবার নিজের বুকে শেফালির মুখ ট্যাটু করলেন পরাগ।
  • নিজের ভালোবাসার মানুষের স্মৃতিতে বুঁদ হয়েছিলেন পরাগ।
Advertisement