shono
Advertisement

এবার ক্রাইম রিপোর্টারের ভূমিকায় পরমব্রত, প্রকাশ্যে ছবির পোস্টার

ছবির নাম কী জানেন? The post এবার ক্রাইম রিপোর্টারের ভূমিকায় পরমব্রত, প্রকাশ্যে ছবির পোস্টার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:29 PM Jan 03, 2020Updated: 09:54 PM Jan 03, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিপোর্টারের জীবন মানেই সংকটবহুল। আর ক্রাইম রিপোর্টার হলে তো কথাই নেই। চড়াই-উতরাইটা অনেক বেড়ে যায়। এমনই এক রিপোর্টারের গল্প উঠে এসেছে ‘শকুনের লোভ’ ছবিতে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।

Advertisement

ছবির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর ফেসবুক প্রোফাইলে ছবির পোস্টার শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে এক পুলিশকর্তার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ‘রিপোর্টার’ পরমব্রত। তার নিচে একটি খবরের কাগজ। সেখানে হেডলাইন ‘পারসি মহিলা খুনের মামলা’। পোস্টারের ক্যাপশনেও তেমনই ইঙ্গিত দিযেছেন অভিনেতা। লিখেছেন, ছবিটি এক ক্রাইম রিপোর্টারের গল্প। যে ১৬ বছরের পুরনো খুনের রহস্যভেদের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছে। সে কি সফল হতে পারবে? রহস্যভেদই বা হবে কী করে? এই নিয়েই ছবি।

[ আরও পড়ুন: ‘অনুরাধা পড়োয়ালই আমার মা’, কেরলের মহিলার দাবিতে ক্ষুব্ধ সংগীত শিল্পী ]

ছবিটি পরিচালনা করছেন অনিন্দ্য বিকাশ দত্ত। চিত্রনাট্য লিখেছেন সাংবাদিক সুরবেক বিশ্বাস। পরমব্রত ছাড়াও ছবিতে দেখা যাবে জয় সেনগুপ্ত ও তুহিনা দাসকে। ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

এই ছবিটি ছাড়া পরমব্রতর হাতে এখন রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। ছবিতে যুবক সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। আর প্রৌঢ় বয়সে নায়কের ভূমিকায় থাকবেন স্বয়ং সৌমিত্র। ছবিটি পরিচালনাও করবেন তিনি। এছাড়া তাঁর হাতে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’। এই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য ও রাইমা সেন। ছবিটি ‘বাইশে শ্রাবণ’-এর সিক্যুয়েল। পুলিশ আধিকারিকের অভিজিৎ পাকড়াশীর ভূমিকায় ধরা দেবেন পরমব্রত। এছাড়া শোনা যাচ্ছে, এবছরই নাকি বিয়ে করতে চলেছেন অভিনেতা। নেদারল্যান্ডের বান্ধবী ইকার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। যদিও এনিয়ে এখনও অভিনেতা স্পিকটি নট।

[ আরও পড়ুন: খাপছাড়া চিত্রনাট্য, জিতের ‘অসুর’-এ ম্লান আবির-নুসরত ]

The post এবার ক্রাইম রিপোর্টারের ভূমিকায় পরমব্রত, প্রকাশ্যে ছবির পোস্টার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement