সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে এখন নাকি জিবলি ঝড় বইছে! নেটদুনিয়ায় কখন যে কী ভাইরাল হয় তা বোঝা মুশকিল। গোটা দুনিয়া এখন জিবলি জ্বরে কাবু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শচীন তেণ্ডুলকর, ডোনাল্ড ট্রাম্প সকলেরই নয়া অবতারে মুগ্ধ নেটিজেনরা। এবার সেই একই জ্বরে আক্রান্ত হলেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া।

অভিনেত্রী নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন একগুচ্ছ জিবলি ছবি। আচমকাই ভাইরাল হয়ে গিয়েছে এই কায়দায় তৈরি করা ছবি। চ্যাটজিপিটি ব্যবহার করে ওপেন এআইয়ের সাহায্যে জিবলি ছবি তৈরি করছেন অনেকেই। সেই ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের বিয়ের ছবি জিবলি স্টাইলে তৈরি করছেন অভিনেত্রী। শুধু তাই নয় স্বামী রাঘব চাড্ডার সঙ্গে একাধিক ছবিকে জিবলি স্টাইলে রূপ দিয়েছেন অভিনেত্রী।
ছবি ইনস্টাগ্রাম
উল্লেখ্য রাজনীতিবিদ রাঘবের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর গতবছর ২৪ সেপ্টেম্বর সাতপাকে বাঁধা পড়েন বলি অভিনেত্রী। রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বসে পরিণীতি-রাঘবের রাজকীয় বিয়ের আসর। তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতিতে বিবাহবাসর আরও জমকালো হয়ে উঠেছিল। এবার সেই বিয়ের দিনের কিছু ছবিই নতুন করে জিবলি স্টাইলে রূপ দিয়েছেন পরিণীতি।
পরিণীতিকে নেটফ্লিক্সের সিরিজ 'অমর সিং চমকিলা'তে শেষবার দেখা গিয়েছিল। তিনি সিরিজে দলজিৎ দোসাঞ্জের বিপরীতে অভিনয় করেছিলেন। অভিনেত্রী কিছুদিনের মধ্যে নেটফ্লিক্সের আরও একটি সিরিজের কাজ শুরু করবেন।