shono
Advertisement
Narendra Modi-Satish Shah

'ভারতীয় বিনোদুনিয়ার কিংবদন্তিকে হারালাম', পর্দার 'সারাভাই' সতীশ শাহর মৃত্যুতে শোকপ্রকাশ মোদির

এদিন বলিউড সংবাদমাধ্যমের কাছে সতীশ শাহের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর ম্যানেজার।
Published By: Arani BhattacharyaPosted: 09:36 PM Oct 25, 2025Updated: 02:24 PM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার বিকেলে বিনোদুনিয়ায় আছড়ে পড়েছে আরও এক দুঃসংবাদ। এদিন প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা তথা পর্দার 'সারাভাই' সতীশ শাহ। এদিন বলিউড সংবাদমাধ্যমের কাছে সতীশ শাহের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর ম্যানেজার। এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

এদিন শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'সতীশ শাহ জির প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ। তিনি আজীবন ভারতীয় বিনোদুনিয়ার কিংবদন্তি শিল্পী হিসেবে সকলের মনে জীবিত থাকবেন। তাঁর অভিনয়ে হাস্যরস ও সর্বকালের সেরা অভিনয় হাসির রসদ জুগিয়েছে সকলকে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।' উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

 প্রধানমন্ত্রী ছাড়াও এদিন বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন করণ জোহর, জনি লিভার, মাধুরী দীক্ষিত, রাজকুমার রাও, সানি দেওল, অমৃতা রাও, রণদীপ হুডা, মধুর ভাণ্ডারকর প্রমুখ। ২৫ অক্টোবর, শনিবার দুপুর আড়াইটে নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় অভিনেতা। রবিবার মুম্বইয়ে শেষকৃত্য হবে তাঁর। বিগত চার দশকের অভিনয় কেরিয়ারে সতীশ শাহ যেমন টেলিদর্শকমহলে ‘কাছের মানুষ’ হয়ে উঠেছিলেন, ঠিক তেমনই বিভিন্ন সময়ে সিনেপর্দায় শাহরুখ-সলমনের মতো তাবড় তারকাদের মাঝেও নিজস্ব অভিনয়গুণে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ১৯৮৩ সালে কুন্দন শাহের স্যাটায়ার জঁরের ছবি ‘জানে ভি দো ইয়ারো’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন সতীশ। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘হাম সাথ-সাথ হ্যায়’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘কভি হাঁ কভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘ওম শান্তি ওম’-এর মতো একাধিক সুপারহিট সিনেমায় নজর কেড়েছে তাঁর অভিনয়। টেলিপর্দাতেও সমান জনপ্রিয়তা অর্জন করেছিলেন সতীশ শাহ। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে তাঁর অভিনীত ইন্দ্রবদন সারাভাইয়ের চরিত্রটি ভারতীয় টেলিদুনিয়ার ইতিহাসে অন্যতম আইকনিক কমিক চরিত্র হিসেবেই রয়ে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'সতীশ শাহ জির প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ।'
  • মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
  • প্রধানমন্ত্রী ছাড়াও এদিন বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন করণ জোহর, জনি লিভার, মধুর ভাণ্ডারকর প্রমুখ।
Advertisement