সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউতকে চড় মারায় গ্রেপ্তার হলেন চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌর। এই ঘটনায় বলিউডের খুব সংখ্যক তারকাই মুখ খুলেছেন। সোশাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হলেও, বলিউড বিগিজরা একেবারে চুপ। তবে এবার এই ঘটনার তীব্র নিন্দা করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।
সমাজমাধ্যমে দেবলীনা লিখেছেন, ‘‘বিমানবন্দরে তল্লাশির সময়ে কঙ্গনা ও নিরাপত্তারক্ষীর মধ্যে বচসা হয়েছে জেনে বেশ অবাক হয়েছি। এই ধরনের ঘটনায় জনগণের বিশ্বাসভঙ্গ হয় ও নিরাপত্তা বিধি লঙ্ঘিত হয়। কর্তব্যরত অবস্থায় একজন নিরাপত্তারক্ষী কখনই তাঁর ব্যক্তিগত রাগের প্রকাশ করতে পারেন না। ব্যক্তিগত প্রতিহিংসার এই ঘটনা দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।’’
[আরও পড়ুন: নিজের বাড়িতেই ক্ষতবিক্ষত মিমি! ছবি শেয়ার করে কাকে দুষলেন?]
সোশাল মিডিয়ায় দেবলীনা লেখেন, ‘‘এই নিরাপত্তারক্ষীর কাজকে সমর্থন করার অর্থ অপরাধ ও অবাঞ্ছিত হিংসাকে মান্যতা দেওয়া। এই ধরনের আচরণ ভয়নাক এবং সমাজের জন্য খুবই ক্ষতিকর। ক্ষমতায় থাকলেই ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার সুযোগ করে দেয় এই ধরনের দৃষ্টান্ত। আামাদের সবার এই ঘটনার নিন্দা করা উচিত।’’ দেবলীনার কথায়, ''এই ঘটনাকে শুধুমাত্র একটা চড় হিসেবে দেখলে হবে না। এটা এদেশের নিরাপত্তার বিষয়। এর থেকেও আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত।''
বৃহস্পতিবার দিল্লি যাওয়ার পথেই চণ্ডীগড়ে এই অনভিপ্রেত ঘটনা ঘটে। এরপরই ভিডিও বার্তায় কঙ্গনা রানাউত বলেন, “আমি উদ্বিগ্ন পাঞ্জাবে বাড়তে থাকা সন্ত্রাস নিয়ে। কী করে এদের সামলাব আমরা?” কিন্ত কেন এমন কাণ্ড ঘটালেন কুলবিন্দর কৌর? প্রশ্নের মুখে পড়তেই তাঁর সপাট জবাব, “কঙ্গনা বলেছিলেন ১০০ টাকার জন্য কৃষকরা ওখানে বসে আছে। উনি কি গিয়ে বসেছিলেন সেখানে? কঙ্গনা যখন এহেন কটুক্তি করছিলেন কৃষক আন্দোলন নিয়ে, তখন আমার মা শামিল ছিলেন ওই প্রতিবাদে।” বোনের সমর্থনে মুখ খুলেছেন তাঁর ভাই শের সিং মহিবালও। তাঁর কথায়, “কঙ্গনার পার্স চেকিংয়ের সময়ই ঘটনাটা ঘটেছে বলে জানতে পারলাম। উনি বলেছিলেন, পাঞ্জাবের আন্দোলনরত মহিলারা ১০০ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। বাকবিতণ্ডার মাঝে মাথা ঠান্ডা না রাখতে পেরেই হয়তো আমার বোন চড় কষিয়েছে।”