সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বাংলাদেশ। পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ দখল করেছে বিক্ষোভকারীরা। হাতুড়ির ঘায়ে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি। গত কয়েকদিন ধরে এ বিষয়ে নানা মতামত দিয়েছেন সেদেশের তারকারা। তবে হঠাৎই ফেসবুকে পুরনো কথা তুলে গর্জে উঠলেন পরীমণি (Pori Moni)। বাংলাদেশের উত্তপ্ত অবস্থার সঙ্গে যেন নিজের জেলবন্দির সময় ও জীবনের নানা ঝড়ের প্রসঙ্গ টেনেছেন। কারণ, ২০২১ সালের ৫ আগস্টই মাদক মামলায় জড়িয়ে হাজতবাস হয়েছিল বাংলাদেশের এই বিতর্কীত অভিনেত্রীর। ফেসবুকে পরীমণি স্পষ্ট লিখলেন, ”তিন বছর আগে এই ৫ আগষ্ট যে ভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিলো……..প্রকৃতি হিসেব রাখে মা।”
তা এমন উত্তপ্ত অবস্থায় ওপার বাংলায় কেমন আছেন পরীমণি?
বাংলাদেশের অভিনেত্রী জানিয়েছেন, ''এই আছি। দমবন্ধ অবস্থা। বাড়িতেই বসে আছি। রাস্তায় একটাও লোক নেই। বারান্দা দিয়ে দেখলাম। বুঝতে পারছি না কী হবে।''
অশান্ত বাংলাদেশ নিয়ে এর আগে ফেসবুকে পোস্টও করেছেন। সেখানে পরীমণি লিখেছিলেন, ''শান্তি চাই, লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দ্বায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না।''
প্রসঙ্গত, গদিচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়েছেন মুজিবকন্যা শেখ হাসিনা। আপাতত দিল্লির সেফ হাউসে রয়েছেন তিনি। কথা ছিল এখান থেকে ব্রিটেনে উড়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এখানেই বিপত্তি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
[আরও পড়ুন: বাংলাদেশে মন্দির ভাঙচুর, ভয়ে কাঁটা হিন্দুরা! ‘বীভৎসতা’র প্রতিবাদে পরমব্রত-ঋদ্ধি ]
অন্যদিকে, মঙ্গলবার ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট করেন তসলিমা। সেখানে শেখ হাসিনা সরকারকে তুলোধনার পাশাপাশি ছাত্র আন্দোলনকারীদেরও একহাত নিয়েছেন। আন্দোলনকারীদের একাংশ যেভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে চূড়ান্ত ‘অসভ্যতামি’ করেছে তার তীব্র নিন্দা করেছেন লেখিকা। তাঁর কথায়, ‘দলবদ্ধ হয়ে দেশাত্মবোধক গান গেয়ে হাসিনাকে গদিচ্যুত করতে চেয়েছিল তরুণ প্রজন্ম, সবারই মনে হতে পারে এরা সৎ, এরা সভ্য, এরা সাহিত্য সংস্কৃতি ভালবাসে। কিন্তু পরক্ষণেই এরা দেখিয়ে দেয় এদের খুনী চরিত্র, কী করে মানুষের বাড়িতে ঢুকে লুটপাট করতে হয়, কী করে হাসতে হাসতে আগুন জ্বালিয়ে দিতে হয় মানুষের বাড়িঘরে দোকান পাটে। কী করে ঠান্ডা মাথায় খুন করতে হয় মানুষকে, শত শত নয়, হাজারো মানুষকে।’ এর পর তাঁর খোঁচা, ‘আহা বাংলাদেশ তুমি বীভৎসতার, নৃশংসতার আরেক নাম।’