সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রীতি জিন্টা বনাম কংগ্রেস তরজা নিয়ে দিন কয়েক ধরেই সোশালপাড়া সরগরম। কেরল কংগ্রসের তরফে অভিযোগ তোলা হয়েছিল, 'প্রীতি জিন্টার (Preity Zinta) ১৮ কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।' শুধু তাই নয়! 'প্রীতি নাকি তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপির হাতে সঁপে দিয়েছেন।' যার জেরে কেরল কংগ্রেস ও প্রীতি জিন্টা সম্মুখ সমরে। সেই প্রেক্ষিতেই কি এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করছেন প্রীতি জিন্টা?

বলিউডের নায়িকার বিরুদ্ধে হাত শিবিরের অভিযোগ, তিনি নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টটি বিজেপিকে ব্যবহার করতে দেন। আর বিনিময়ে পদ্ম শিবির তাঁর ১৮ কোটি টাকা ঋণ মকুব করিয়ে দেয়। এমন অভিযোগে প্রচণ্ড ক্ষিপ্ত প্রীতি জিন্টা। পালটা কংগ্রেসকে পাঠ দিতে এক্স হ্যান্ডেলের শরণাপন্ন হয়েছেন তিনিও। নিজের এক্স হ্যান্ডলে এই দাবি উড়িয়ে প্রীতি লিখেছেন, 'আমি আমার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট নিজেই নিয়ন্ত্রণ করি। আপনাদের লজ্জা হওয়া উচিত এমন ‘ফেক নিউজ’ ছড়াচ্ছেন! আমাকে কোনও ঋণ কেউ মকুব করে দেয়নি। আমি তো বিস্মিত যে একটি রাজনৈতিক দল ও তাদের প্রতিনিধিরা এমন ভুয়ো খবর ছড়াচ্ছে ও গসিপে উসকানি দিচ্ছে। ক্লিক বেইট ছড়াচ্ছে আমার নাম-ছবি ব্যবহার করে!' সেই সঙ্গেই প্রীতি পরিষ্কার করে দিয়েছেন, তিনি ঋণ নিয়েছিলেন ওই ব্যাঙ্ক থেকে। কিন্তু তা শোধও করে দিয়েছেন সময়মতো। দশ বছর আগে শোধ করে দেওয়া সেই ঋণ নিয়েই তাঁকে কংগ্রেস খোঁচা দিচ্ছে এবং মিথ্যে খবর রটাচ্ছে বলে তোপ দেগেছেন প্রীতি। এবার সেই কাণ্ডের জেরেই কি এবার প্রীতি জিন্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন? নেটপাড়ায় অভিনেত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছিল জনৈক অনুরাগী। সেই জবাবেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন প্রীতি।
সদ্য সোশাল মিডিয়ায় 'AskMe session' করেন প্রীতি জিন্টা। সেখানেই এক অনুরাগী জানতে চেয়েছিলেন, 'সম্প্রতি যে রাজনৈতিক দলের জন্য এত টানাপোড়েন সহ্য করতে হল তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করছেন আপনি?' একজন তো সোজাসাপটা নাম নিয়েই প্রস্ন করে বসলেন- 'প্রীতি আপনি রাহুল গান্ধীর বিরুদ্ধে কবে মানহানির মামলা করবেন?' তার প্রত্যুত্তরে প্রীতি জিন্টা জানান, "কাউকে এভাবে বিড়ম্বনায় ফেলা উচিত নয় বলেই আমি মনে করি। অন্যের অসভ্যতার দায় উনি কেন নেবেন? আমি যে কোনও সমস্যার মোকাবিলা সরাসরি করতেই পছন্দ করি। ছায়াযুদ্ধের মাধ্যমে নয়। তাছাড়া আমার রাহুল গান্ধীর সঙ্গে তো কোনও সমস্যা নেই। তাই ওঁকেও শান্তিতে থাকতে দেব। নিজেও শান্তিতে থাকব।" এক্স হ্যান্ডেলে প্রীতির এহেন বিবেচক মন্তব্য বহুল প্রশংসিত হয়েছে। অতঃপর কেরল কংগ্রেসের কুৎসা রটানোর দায় যে তিনি রাহুল গান্ধীর উপর চাপিয়ে কোনও মানহানির মামলা দায়ের করছেন না, সেটা স্পষ্ট।