shono
Advertisement
Women's Cricket World Cup

জেমিদের ঐতিহাসিক বিশ্বজয়ে আনন্দাশ্রু করিনা-প্রিয়াঙ্কার, বলিউড 'লেডি'দের প্রশ্ন, 'মেয়েরা কম কীসে?'

ভারতীয় মহিলা ক্রিকেটের প্রথম বিশ্বজয়ে বলিউডের 'প্রমিলা বাহিনী'র কে কী বলছেন?
Published By: Sandipta BhanjaPosted: 03:01 PM Nov 03, 2025Updated: 05:20 PM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্ধেক আকাশ নয়, পুরো আকাশের দখল নিল 'উইমেন ইন ব্লু'। রবিবাসরীয় রাতে কত না পারা, লাঞ্ছনা-বঞ্চনার জবাব ছুড়ে দিলেন জেমাইমা-হরমনপ্রীতরা, সেটা বিনিদ্র রজনী কাটানো আসমুদ্রহিমাচলের উচ্ছ্বাসই বলে দেয়! সেমি ফাইনাল ম্যাচ জেতার পর থেকেই নেটভুবনে 'দঙ্গল' সিনেমার 'হামারি ছোড়িয়া ছোড়ো সে কম হ্যায় কে?' সংলাপ প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। আর বিশ্বজয়ের রাতে যেন সমস্ত আগল খুলে পুরুষতন্ত্রও সমবেত কণ্ঠে জয়গান গেয়ে উঠল 'হে নারী, তু নারায়ণী...'। তাই তো ভারতীয় মহিলা ক্রিকেটের প্রথম বিশ্বজয়ে আনন্দাশ্রু থামছে না সিনেজগতের প্রমিলা বাহিনীর। যে সিনেদুনিয়ায় 'হিরো'দের মতো পারিশ্রমিক, সুযোগ-সুবিধে নিয়ে আজও লড়তে হয় অভিনেত্রীদের, জেমাইমাদের জয়ে যেন নিজেদের বিশ্বজয়ের জয়োল্লাস খুঁজে পেলেন তাঁরা। সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, অনুষ্কা শর্মা থেকে শ্রদ্ধা কাপুর-সহ আরও অনেকেই বিশ্বজয়ের মুহূর্ত ভাগ করে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

Advertisement

মার্কিন মুলুকে বসে জেমাইমা, হরমনপ্রীতদের জন্য একমনে প্রার্থনা করে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর সোশাল মিডিয়ার ধারাবাহিক পোস্টই তার প্রমাণ। নারীবাহিনীর এহেন জয়ে আবেগঘন শুভেচ্ছাবার্তা জানিয়ে তিনি বলছেন, 'সারাজীবন নীল পোশাকে নায়কদের দেখেছি। আজ আমি নারীরূপে তাঁদেরই দেখলাম।'

রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উইমেন ইন ব্লু'র বিশ্বজয়ের মুহূর্ত শেয়ার করে অনুষ্কা লিখলেন, 'আমাদের চ্যাম্পিয়নরা। জয়ের কী নিদারুণ মুহূর্ত।' পুরুষতান্ত্রিক সমাজের শিকল ভেঙে ভারতীয় মহিলা ক্রিকেটবাহিনির বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত অজয় দেবগনও। লিখলেন, "এই রাত কখনও ভোলার নয়। অসংখ্য ধন্যবাদ তোমাদের চ্যাম্পিয়ন। আমাদের টিম গোটা দুনিয়াকে দেখিয়ে দিল সত্যিকারের বিশ্বাস আর ইচ্ছে থাকলে কীভাবে বিশ্বজয় করা যায়।"

মাধুরী দীক্ষিত লিখলেন, 'কী অসাধারণ একটা ম্যাচের সাক্ষী থাকলাম। গোটা দেশের জন্য গর্ব এবং অনুপ্রেরণার মুহূর্ত। ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনীর জন্য আরও শক্তি কামনা করলাম।' আর অনুরাগীদের সুবাদে সেই পোস্ট ভাইরাল। 

সেমিফাইনাল ম্যাচে গিয়ে 'লাকি চার্ম' তকমা পেয়েছিলেন। আর ফাইনালে জেমিরা জেতার পর কিছুতেই কান্না থামছে না বেবোর। করিনা কাপুর বলছেন, 'তোমারদের জয়ে আনন্দাশ্রু কিছুতেই থামছে না।' শুভেচ্ছা জানিয়ে সুস্মিতা সেন লিখলেন, 'নীল জার্সির নারীবাহিনীকে শুভেচ্ছা। অসাধারণ ফাইনাল। চোখে জল চলে এল।'

শ্রদ্ধা কাপুরের মন্তব্য, 'বহু যুগ ধরে মা-বাবার কাছে শুধু তিরাশির বিশ্বজয়ের অভিজ্ঞতা শুনে যাচ্ছি। ওঁরা বলত- তোমরা বুঝতে পারবে না এই অনুভূতি। কিন্তু আমাদের মহিলা ক্রিকেট বাহিনিকে অসংখ্য ধন্যবাদ এমন গর্বের মুহূর্ত উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এমন অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য। এই জয় প্রজন্মের জন্য এক উদাহরণ।' শর্বরী ওয়াঘ লিখলেন, 'মধ্যরাতে ইতিহাস তৈরি করল উইমেন ইন ব্লু। এই আনন্দাশ্রু থামবে না।'

ক্রীড়াপ্রেমী বচ্চন পিতা-পুত্রও উচ্ছ্বসিত। জেমিদের জয়ে বিগ বি'র উচ্ছ্বাস, 'বিশ্বজয়ী তোমরা! কী যে গর্ব অনুভব করছি তোমাদের জন্য, বলে বোঝানো যাবে না। অভিনন্দন।' অভিষেক বলছেন, 'অসাধারণ আমাদের নারীবাহিনী। তোমরা সকলে আমাদের গর্বিত করলে।' বিশ্বকাপ জয়ী চ্যাম্পিয়নদের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন ভিকি কৌশল, অর্জুন কাপুর, ইশান খট্টর, অনিল কাপুর-সহ বলিউডের তাবড় তারকারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জেমিদের বিশ্বজয়ের ইতিহাসে আনন্দাশ্রু করিনা-প্রিয়াঙ্কার, বলিউডের 'প্রমিলা বাহিনী' বলছে, 'মেয়েরা কম কীসে?'
  • সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, অনুষ্কা শর্মা থেকে শ্রদ্ধা কাপুর-সহ আরও অনেকেই বিশ্বজয়ের মুহূর্ত ভাগ করে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
  • মার্কিন মুলুকে বসে জেমাইমা, হরমনপ্রীতদের জন্য একমনে প্রার্থনা করে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও।
Advertisement