সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার হায়দরাবাদে 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে (Pushpa 2 Premier) এক মহিলা অনুরাগীর মৃত্যু হওয়ায় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) নামে অভিযোগও দায়ের হয়েছে। অনুরাগীর মৃত্যুর খবর কানে যেতে শোকপ্রকাশও করেছেন 'পুষ্পা'। আর এবার খবর, মৃত মহিলার পরিবারকে আর্থিক সাহায্য করলেন আল্লু অর্জুন। জানা গিয়েছে, অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তার চিকিৎসার দায়িত্বও নিয়েছেন দক্ষিণী অভিনেতা।
ঠিক কী ঘটেছিল?
বুধবার রাতে হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারের সামনে এন্ট্রি নেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি এক মহিলার। তাঁর ৯ বছরের ছেলে গুরুতর জখম। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, মুক্তির দু দিনের মধ্য়েই গোটা বিশ্বে ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে 'পুষ্পা ২'। ভারতের বক্স অফিসে ব্যবসা করেছে ২৬৫ টাকা। ইতিমধ্যেই শাহরুখের জওয়ান, যশের 'কেজিএফ' এবং রামচরণ ও জুনিয়ার এনটিআরের 'আর আর আর' ছবির রেকর্ড ভেঙেছে। ট্রেন্ড বলছে, আল্লু অর্জুনের এই ছবি সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে।
মাসখানেক আগে মুক্তি পায় ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছিলেন আল্লু অর্জুন, রশ্মিকারা। ঝলক দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার শীতকালীন বক্স অফিসে ঝোড়ো হাওয়া দেখার পালা।
