shono
Advertisement
Raj Chakraborty on Dev Subhashree

'দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালো হত', 'দেশু ৭' আসার আবহে বোমা ফাটালেন রাজ!

দেব-শুভশ্রীকে একফ্রেমে দেখে আবারও তাঁদের অতীত রসায়ন আতসকাচে। ভক্তদের আবেগে শান দিয়ে কী জানালেন রাজ?
Published By: Sandipta BhanjaPosted: 10:01 AM Jan 20, 2026Updated: 10:07 AM Jan 20, 2026

একসময়ে দেব-শুভশ্রীর অফ স্ক্রিন রয়াসন নিয়ে সিনেপাড়ায় চর্চার অন্ত ছিল না। তবে সময়ের তাঁদের সম্পর্কের সমীকরণ বদলালেও দেশু জুটি নিয়ে অনুরাগীদের উন্মাদনায় কিন্তু বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। আজও যখন একফ্রেমে, একমঞ্চে 'রোমিও'র সঙ্গে ধরা দেন তাঁর নায়িকা, তখনও ভক্তশিবিরের 'পরাণ যায় জ্বলিয়া'! দেব-শুভশ্রীর 'রিল লাইফে'র রোম্যান্স যেন 'রিয়েল লাইফে' পরিণত হয়, এমনটাই কামনা তাঁদের। কেউ বা আবার প্রাক্তন সেলেব জুটিকে স্বামী-স্ত্রী হিসেবে দেখার ইচ্ছেও প্রকাশ করেন। সোমবারের লাইভেও অনুরাগীদের এহেন দাবিতে ছয়লাপ হয়েছিল দেব-শুভশ্রীর মন্তব্য বাক্স। অনুরাগীদের এহেন উন্মদনা কি আদতেও বাস্তব জীবনের সঙ্গীদের উপর কোনও প্রভাব ফেলে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের সম্মুখীন হন নায়িকার পরিচালক স্বামী রাজ চক্রবর্তী।

একথা অনস্বীকার্য যে, রাজের হাত ধরেই দেব-শুভশ্রী জুটির পর্দার প্রেমের আখ্যান শুরু হয়েছিল। পরিচালক বরাবর বলেছেন, দেব-শুভশ্রী জুটি হিসেবে দারুণ হিট। তিনিও চান ভালো চিত্রনাট্য পেলে তাঁরা আবার জুটি বাঁধুক। 'ধূমকেতু'র পর অবশেষে সেই সুযোগ দোরগোড়ায়। চলতিবারের পুজোয় আসতে চলেছে 'দেশু ৭'। এমন আবহেই দেব-শুভশ্রীকে একফ্রেমে দেখে আবারও তাঁদের অতীত রসায়ন নেটভুবনের আতসকাচে। ভক্তদেরও অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। দেশু জুটিকে নিয়ে অনুরাগীদের এহেন উন্মাদনায় কী বলছেন রাজ চক্রবর্তী? এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় পরিচালক-প্রযোজক জানান, "আমারও মনে হয়েছিল শুভশ্রীর দেবের সাথে বিয়ে হলে ভালো হত, কিন্তু শুভশ্রী আমার কপালে ছিল। আর শুভশ্রীর কপালেও আমি ছিলাম, কিছু করার নেই। তবে আমরা দু'জন খুব খুশি আছি। আমার বিশ্বাস, দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও খুব খুশি থাকবে, কারণ দেব খুব ভালো ছেলে।"

Advertisement

২০২৫ সালে দেব-শুভশ্রীর পুনর্মিলন সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসে সুনামি এনেছিল। তারপর নদী দিয়ে জল বয়ে গিয়েছে বহুদূর! বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে নস্ট্যালজিয়া উসকে আবারও দেব-শুভশ্রী ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে বাংলা সিনেমার পর্দা। একদিকে যখন পুজোর বক্স অফিস মহারণে জিততে এখন থেকেই সপ্তম সিনেমার প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে দেশু জুটি, তখন রাজ চক্রবর্তী তাঁর আসন্ন সিনেমা 'হোক কলরব'-এর প্রচারে ব্যস্ত। সেখানেই দেশু অনুরাগীদের আবেগে শান দিয়ে বোমা ফাটালেন পরিচালক।

বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি। তবে ‘ধূমকেতু’তেই শেষবারের মতো পর্দায় রোম্যান্স করেছেন তাঁরা। চলতিবারের পুজোর পর্দা ফের দেশু ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে। কারণ, দেব-শুভশ্রী যে একসময়ে প্রেমের সম্পর্কে ছিলেন, সেকথা কারও অজানা নয়। তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখের ঘরকন্না। অন্যদিকে বর্তমানে রিল-রিয়েল দুই পরিসরেই দেব-রুক্মিণী হিট।

ফাইল ছবি।

এদিকে ‘ধূমকেতু’ রিলিজের সময়ে মারাত্মক হারে দুই তারকার সঙ্গী রাজ-রুক্মিণীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। সেপ্রসঙ্গ টেনেই আগাম দেব-শুভশ্রীর আর্জি, “লাইভ শেষ হলেই আমাদের পার্টনারকে ব্যক্তিগত আক্রমণ করবেন না দয়া করে। আমরা ব্যক্তিগতজীবনে ভালো আছি বলেই কাজগুলো করতে পারছি। অতীত যাই ছিল, আমরা সেটা নিয়ে পড়ে থাকতে চাই না। এগিয়ে গিয়েছি বলেই পেশাগতভাবে কাজ করতে পারছি। রাজ-রুক্মিণীর সম্মানের সঙ্গে আমাদের সম্মানও জড়িয়ে রয়েছে। আমাদের যতটা শ্রদ্ধা করেন, সেটা ওদেরও প্রাপ্য।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement