বিগত দু' বছর ধরে বলিউড সেলেবদের সময় মোটেই যাচ্ছে না। কখনও সলমন খানের বাড়িতে বিষ্ণোইদের গোলাগুলি, কখনও বা নিজের বাড়িতে আততায়ীর হামলার শিকার হওয়া সইফ আলি খান, আবার কখনও মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোলে বাদশাকে খুনের হুমকি দেওয়া উড়োফোনে শোরগোল হয়েছে টিনসেল টাউন। পাশাপাশি কপিল শর্মার কানাডার ক্যাফেতে দফায় দফায় গুলিবর্ষণ করেছে খলিস্তানি, বিষ্ণোইরা। সেই প্রেক্ষিতেই মুম্বইয়ের সেলেব পাড়ায় এখন বেশ কড়াকড়ি। খান-কাপুরদের মতো তারকাদের নিরাপত্তাও বেড়েছে। সলমন যেমন বুলেটপ্রুফ গাড়িতে ঘোরেন, শাহরুখ খান আবার Y+ নিরাপত্তাবলয়ে থাকেন। এমন আবহে রাতের মুম্বইয়ে বাদশার সঙ্গে যে কাণ্ড ঘটল, তাতে হতবাক প্রত্যক্ষদর্শীরা!
জানা যায়, অটোয় চেপে শাহরুখ খানের পিছু নিয়েছিলেন দু'জন। রীতিমতো অটোচালককে দ্রুত গাড়ি চালানোর জন্য জোরাজুরিও শুরহু করেন তাঁরা। কিন্তু আচমকাই কেন বাদশার পিছু নিলেন? খবর, এমন কাণ্ড ঘটিয়েছেন শাহরুখ খানের দিল্লির দুই ভক্ত। প্রিয় তারকাদের নাগাল পেতে কিংবা এক লহমার জন্য দেখতে কত কী-ই না করেন অনুরাগীরা। কিন্তু তাই বলে, ব্যস্ত সড়কে অটোয় করে শাহরুখের পিছু নেওয়া? 'জাবরা ফ্যানে'দের কাণ্ডে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বাদশাকে একটিবার 'হাই-হ্যালো' বলার জন্য প্রাণপনে অটো ছুটিয়েছিলেন তাঁরা। যদিও শেষপর্যন্ত রেষারেষিতে সুপারস্টারের গাড়ির পাশে ওই ভক্তদের অটো পৌঁছোয়, তবে কাচের জানলা কালো পর্দায় ঢাকা থাকায় বাদশাকে আর দেখার সৌভাগ্য হয়নি তাঁদের। অটো নিয়ে ধাওয়া করাই সার! যদিও ব্যস্ত সড়কে অটোচালককে জোর করে দ্রুত গাড়ি চালানোর নির্দেশ দেওয়ার বেধড়ক কটাক্ষের শিকার হতে হচ্ছে দুই কিং ভক্তকে, তবে তাদের কাণ্ডকারখানার ভিডিও বর্তমানে নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল।
আসলে বাদশার দর্শন পাওয়া এখন মহার্ঘ্য! একুশ সালে ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডের পর থেকেই পাপারাজ্জিদের তেমন আমল দেন না শাহরুখ খান। বলিউডের হাইপ্রোফাইল পার্টিতেও পৌঁছন গভীর রাতে। আর প্রকাশ্য দিবালোকে ছবিশিকারীদের লেন্সকে আড়াল করতে তাঁর হাতিয়ার পেল্লাই আকৃতির কালো ছাতা এবং মুখের মাস্ক! বেশ কয়েকবার কিং খানকে নাগালে পাওয়া গেলেও কালো কাচে ঢাকা গাড়ি থেকে তাঁকে ফ্রেমবন্দি করতে পারেননি ছবিশিকারীরা। বাদশার 'জলওয়া' দেখার একমাত্র উপায় এখন অনুষ্ঠানের মঞ্চ। অতঃপর বাদশার দর্শন পাওয়া যে বর্তমানে মহাভাগ্যের বিষয় হয়ে উঠেছে, তা বললেও অত্যুক্তি হয় না। এবার এক মরিয়া ভক্ত কিং খানকে দেখার জন্য যা করলেন, সেই কাণ্ডই আপাতত চর্চার শিরোনামে।
