shono
Advertisement
Dev Subhashree on Anirban Bhattacharya

'দেশু ৭'-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী! দৈব ঘোষণার পরই 'ব্রাত্য' অভিনেতার পোস্টে সরগরম টলিউড

'১০ মাস একটা মানুষ ব্যান, সংসার চালাবে কী করে?', উদ্বিগ্ন দেব-শুভশ্রী। ইঙ্গিতপূর্ণ পোস্টে কী বলছেন অনির্বাণ ভট্টাচার্য?
Published By: Sandipta BhanjaPosted: 08:28 PM Jan 19, 2026Updated: 08:28 PM Jan 19, 2026

অন্তরালে থেকেও লাইমলাইটে অনির্বাণ ভট্টাচার্য! মাসখানেক ধরে ইন্ডাস্ট্রিতে 'ব্রাত্য' অভিনেতাকে এবার কাজে ফেরাতে হাল ধরলেন দেব-শুভশ্রী। দিন দুয়েক ধরেই টলিপাড়ায় কানাঘুষো, 'দেশু' জুটির পুজোর সিনেমায় নাকি অনির্বাণকে দেখা যাবে! স্ক্রিনিং কমিটির বৈঠক থেকে বেরনোর পরও সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষমা চাইলেও অনির্বাণের কাস্টিং নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন দেব। অতঃপর সোমবারের ফেসবুক লাইভের দিকেই যে সকলের নজর ছিল, তা বলাই বাহুল্য। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ই অবশ্য সংশ্লিষ্ট ইস্যু উত্থাপন করে প্রশ্ন ছোড়েন, "আমাদের পুজোর ছবিতে কি অনির্বাণ ভট্টাচার্য থাকছে?" নায়িকার আবদারে এবার অবশেষে নীরবতা ভাঙলেন দেব।

Advertisement

দেব সরাসরি জানান, "ফেডারেশনের সঙ্গে ওর একটা মনোমালিন্য চলছে। আমি চাই, সবাই যেন সুস্থভাবে কাজ করতে পারে। আমি, জিৎ-দা আর বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) বাদ দিয়ে, ইন্ডাস্ট্রিতে নায়কই নেই! অঙ্কুশ, আবির, পরমব্রত সবাই চেষ্টা করছে। আমরাও চেষ্টা করছি। সেখান থেকে একজন নায়ককে ব্যান করে দেওয়া মানে তো অনেকগুলো কাজও বন্ধ হয়ে যাওয়া। অনির্বাণ ১ বছরে হয়তো একাধিক কাজ করে। অন্তত ১০০ দিন কাজ করত। সেটাও বন্ধ। আগের দিন অনির্বাণের হয়ে ক্ষমা চাইলাম। একজন শিল্পীর কাছে সম্মান ছাড়া আর কী আছে! শিল্পীর থেকে সম্মান চলে গেলে সে ন্যাংটো হয়ে যাবে। বাঙালি শুধুই কী কাঁকড়ার জাত? আমরা তো বিপ্লবীর জাত ও ছিলাম। গতকাল অবধিও আমি 'দেশু সেভেন' টিমে অনির্বাণকে চাইছিলাম না, কিন্তু আজ আমি সত্যিই চাইছি অনির্বাণ কাজ করুক। ১০ মাস কাউকে ব্যান করলে সে সংসার চালাবে কী করে? ইন্ডাস্ট্রি, টেকনিশিয়ান সকলের কাছে আমার অনুরোধ, আমরা একটা বাজে উদাহরণ তৈরি করছি। ভবিষ্যৎ প্রজন্মকে কী উত্তর দেব? আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীও চান সকলে মিলেজুলে কাজ করুক। "

দেবকে সায় দিয়েই শুভশ্রী বলেন, "যে বা যাঁরা অনির্বাণদা-কে ব্যান করেছেন, সবার কাছে হাতজোড় করে বলতে চাই, অনির্বাণদার মতো প্রতিভাবান একজন অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রির গর্ব। তাই অনিচ্ছাকৃতভাবে অনির্বাণদার মতো যাঁদের কাজ থেকে বিরতি নিতে হয়েছে, আমার মনে হয় এবার সেটা নিয়ে ভাবা উচিত। বড় মাথারা যাঁরা রয়েছেন, এই জটটা তাঁদের খোলা উচিত। এবার বিষয়টা শেষ হওয়ার সময় এসেছে।" অতঃপর দেশুর পুজোর সিনেমায় যে অনির্বাণ ভট্টাচার্য থাকছেন, তেমনই ইঙ্গিতই কিন্তু সোমবারের লাইভ থেকে পাওয়া গেল। শেষপাতে দর্শকদের উদ্দেশেও দেব-শুভশ্রী প্রশ্ন ছুড়ে দেন, "আপনারা কী চান? বলুন।" এদিকে দেশুর লাইভের পরই অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে যখন কৌতূহলী ভক্তরা, তখন টলিউডে 'ব্রাত্য' অভিনেতার পোস্টে ফের সরগরম নেটপাড়া। যেখানে উল্লেখ- 'পৃথিবীটা ভাল লোকেদের নয়।' ক্যাপশনে অনির্বাণ লিখেছেন 'আমি মুরগি হলাম।' যা দেখে একাংশের অনুমান চলতি বিতর্কের জেরেই কি এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেতার?

দিন কয়েক ধরেই কানাঘুষো, এবারও দেবের বিপরীতে ধূসর চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। এদিকে অতীতে কলাকুশলীদের বিরোধিতা করায় গায়ক-অভিনেতাকে ইন্ডাস্ট্রিতে অসহযোগিতার মুখে পড়তে হয়েছিল। তবে ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রে ছাড় পেয়ে গিয়েছিলেন তিনি। এবার দেশুর আর্জিতে কি কপাল ফিরবে অনির্বাণের? নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement