shono
Advertisement

Breaking News

Raj-Hok Kolorob

বিপ্লবের আগুন জ্বালানো 'হোক কলরব' নিয়ে রাজের নতুন ছবি, মুক্তির আগেই বাড়ল জটিলতা

মুক্তির প্রাক্কালেই নতুন বিপত্তির মুখে পড়ল রাজের ছবি।
Published By: Arani BhattacharyaPosted: 02:10 PM Dec 28, 2025Updated: 02:11 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপ্লবের আগুন জ্বালিয়েছিল 'হোক কলরব'। আর সেখান থেকেই এই স্লোগানের সঙ্গে পরিচিত হয়েছিলেন সকলে। সেই স্লোগান এবং পরবর্তীতে একই শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিংয়ের কারণে ছাত্রমৃত্যুর ঘটনাকে আধার করেই আগামী ছবি তৈরি করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ইতিমধ্যেই ছবির পোস্টার ও প্রচার ঝলক এসেছে প্রকাশ্যে। তবে ছবি মুক্তির প্রাক্কালেই নতুন বিপত্তির মুখে পড়ল রাজের ছবি।

Advertisement

রবিবার রাতে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ জানান যে মুক্তির আগেই নাকি তাঁর নতুন ছবির বিভিন্ন অংশ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই পাইরেসির ঘটনা রুখতে ইতিমধ্যেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছেন পরিচালক। এদিন সোশাল মিডিয়া পোস্টে রাজ লেখেন, 'আমাদের সিনেমা 'হোক কলরব' রিলিজের আগেই সিনেমার কিছু ফুটেজ স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি উক্ত বিষয়ে জরুরী পদক্ষেপ নেবার জন্য। আপনাদের অনুরোধ লিংকটি শেয়ার করবেন না। কোনোরকম প্ররোচনায় পা দেবেন না৷ ধন্যবাদ।'

 

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার। যেখানে পরিচালক রাজ ফুটিয়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিংয়ের টুকরো ঝলক। টিজারের শুরু থেকে শেষ পর্যন্ত তেমনই এক ঘটনা ফুটে উঠেছে টিজারে। যেখানে দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে অন্তর্বাস পরে এক ছাত্র ভীত চোখে তাকাচ্ছেন। এরপর দেখা যায় ছাত্র ও পুলিশের মধ্যেকার ধুন্ধুমার লড়াই আর সেখানেই আরও একবার শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ক্ষুদিরাম চাকি। সঙ্গে শোনা গেল ছাত্রদের উদ্দশ্যে বলা তাঁর মারকাটারি সংলাপ ‘আমি ক্ষুদিরাম চাকি। আমি ঝুলি না ঝোলাই।’

শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে এই ছবিতে নজর কেড়েছেন রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য, ওম সাহানি প্রমুখ। রাজের 'হোক কলরব' ছবিতে যে ভরপুর অ্যাকশন থাকতে চলেছে তা টিজারে আরও স্পষ্ট হল। চলতি বছরের আগস্ট মাসে এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক। সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত হচ্ছে এই ছবি এমনটাই খবর। নতুন বছরে ‘হোক কলরব’ই হতে চলেছে রাজের প্রথম ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার রাতে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ জানান যে মুক্তির আগেই নাকি তাঁর নতুন ছবির বিভিন্ন অংশ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
  • এই পাইরেসির ঘটনা রুখতে ইতিমধ্যেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছেন পরিচালক।
  • এদিন সোশাল মিডিয়া পোস্টে রাজ লেখেন, 'আমাদের সিনেমা 'হোক কলরব' রিলিজের আগেই সিনেমার কিছু ফুটেজ স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।'
Advertisement