shono
Advertisement
Rajshree More

অর্ধনগ্ন হয়ে অশ্রাব্য গালিগালাজ! রাতবিরেতে নেতার ছেলের কর্মকাণ্ডে থানায় রাখি সাওয়ান্তের বান্ধবী

নেতাপুত্রর কুকীর্তিতে পুলিশের দ্বারস্থ হওয়ায় হুমকির মুখে জনপ্রিয় নেটপ্রভাবী!
Published By: Sandipta BhanjaPosted: 01:22 PM Jul 07, 2025Updated: 01:22 PM Jul 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের মুম্বইয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা রাজশ্রী মোর নামে জনপ্রিয় নেটপ্রভাবীর। মদ্যপ অবস্থায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার দাপুটে নেতা জাভেদ শেখের ছেলের কর্মকাণ্ডে ভীত-সন্ত্রস্ত হয়ে পুলিশের দারস্থ রাজশ্রী। যিনি একসময়ে রাখি সাওয়ান্তের ঘনিষ্ঠ বন্ধুতালিকায় ছিলেন। রবিবার রাতে মুম্বইয়ের আন্ধেরি এলাকার ঘটনা। ঠিক কী ঘটেছে? রাজশ্রীর দাবি, এদিন রাতে তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে জাভেদপুত্র রাহিল জাভেদ শেখের গাড়ি। এরপরই বচসার সূত্রপাত। শুধু তাই নয়! অভিযোগ, গাড়ির ভিতর থেকেই অর্ধনগ্ন অবস্থায় গালিগালাজ করা শুরু করেন রাহিল। ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় শেয়ার করেছেন রাখির বান্ধবী রাজশ্রী মোর।

Advertisement

সেই ভিডিওতেই দেখা গেল, মদ্যপ অবস্থায় গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন রাহিল। তাঁর উর্ধ্বাঙ্গ অনাবৃত। মত্ত অবস্থাতেই গাড়ি থেকে শরীরের অর্ধেকাংশ বের করে অশ্রাব্য ভাষায় গালাগাল করছিলেন। এমনকী নেটপ্রভাবী রাজশ্রী মোরকে হুমকিও দেন যে, "আমার বাবা এমএনএস দলের ভাইস প্রেসিডেন্ট। দেখে নেব!" তবে শুধু রাজশ্রীই নয়, পুলিশের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় নেতাপুত্র রাহিল জাভেদ শেখকে। মারাঠি ভাষায় রাজশ্রীকে হুমকি ছুঁড়ে তাঁকে বলতে শোনা যায়, "যাও পুলিশকে গিয়ে বলো, আমি জাভেদ শেখের ছেলে। তার পর দেখো কী হয়?"

ঘটনার পরই রাখি সাওয়ান্তের প্রাক্তন বান্ধবী রাজশ্রী থানায় এফআইআর দায়ের করেন। সেই কপিও শেয়ার করেছেন তিনি সোশাল মিডিয়ায়। সেখানেই তিনি উল্লেখ করেন, ঘটনার পর থেকেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মী-সমর্থকদের থেকে অনবরত হুমকি পাচ্ছেন তিনি। মহারাষ্ট্রে চলতি ভাষা বিতর্কে তিনি যে মতামত ব্যক্ত করেছিলেন, সেপ্রসঙ্গ টেনেও তাঁকে মৌখিক হেনস্তা করা হচ্ছে বলে দাবি মুম্বইয়ের জনপ্রিয় নেটপ্রভাবীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাতের মুম্বইয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা রাজশ্রী মোর নামে জনপ্রিয় নেটপ্রভাবীর।
  • মদ্যপ অবস্থায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার দাপুটে নেতা জাভেদ শেখের ছেলের কর্মকাণ্ডে ভীত-সন্ত্রস্ত হয়ে পুলিশের দারস্থ রাজশ্রী।
  • ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় শেয়ার করেছেন রাখির বান্ধবী রাজশ্রী মোর।
Advertisement